অনুশীলন পর্বটা পুরোপুরি সম্পন্ন করতে পারলেও প্রস্তুতি ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে তো তৃতীয় দিনে এক বলও মাঠে গড়ায়নি।
তাই চট্টগ্রাম ক্যাম্প নিয়ে শতভাগ খুশি হবার কারণ নেই। শুক্রবার দুপুরে দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া সাব্বির রহমানের কাছে জানতে চাওয়া হলো চট্টগ্রাম পর্বের অনুশীলন নিয়ে কতোটা তৃপ্ত দল?
সাব্বির রহমান বললেন, ব্যাটসম্যানরা ব্যাটিং করবে, বোলাররা বোলিং। অনুশীলন পর্বের প্রথম তিনদিনের লক্ষ্য ছিল এটি। একদিন অবসর দিয়ে পরের তিনদিনে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। বৃষ্টির কারণে একদিন খেলা না হলেও আমাদের প্রস্তুতি ম্যাচের ৭০ ভাগ হয়ে গেছে। ’
ব্যটসম্যানরা কখনও হ্যাপি হয়না মন্তব্য করে সাব্বির বলেন, ‘যতই রান করবে ততই রান করতে ইচ্ছে করবে। সবমিলিয়ে যে অনুশীলনের জন্য এখানে এসেছিলাম তার ৮০ শতাংশ কাজ হয়েছে। ২০ শতাংশ হয়নি বৃষ্টির জন্য-সেটা তো আমাদের হাতে নেই। যেটা কাজ করেছি তা সামনের টেস্টগুলোতে ভালো করতে কাজে দেবে। ’
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
টিএইচ/টিসি