ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রামে যে জন্য আসা তার ৮০ ভাগ কাজ হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
চট্টগ্রামে যে জন্য আসা তার ৮০ ভাগ কাজ হয়েছে বৃষ্টিতে মাঠে গড়ায়নি ক্রিকেট। ফুটবলেই সময় পার ক্রিকেটারদের। ছবি: সোহেল সরওয়ার/বাংলানিউজ

চট্টগ্রাম: আসন্ন অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজকে সামনে রেখে চট্টগ্রাম এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ দল। প্রথমদিন ব্যাটিং-বোলিং অনুশীলনের পর একদিন অবসর নিয়ে দুই দলে বিভক্ত হয়ে খেলেছেন প্রস্তুতি ম্যাচ।

অনুশীলন পর্বটা পুরোপুরি সম্পন্ন করতে পারলেও প্রস্তুতি ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে তো তৃতীয় দিনে এক বলও মাঠে গড়ায়নি।

তার আগের দুদিনেও বৃষ্টির কারণে পুরোপুরি হয়নি খেলা।

তাই চট্টগ্রাম ক্যাম্প নিয়ে শতভাগ খুশি হবার কারণ নেই। শুক্রবার দুপুরে দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া সাব্বির রহমানের কাছে জানতে চাওয়া হলো চট্টগ্রাম পর্বের অনুশীলন নিয়ে কতোটা তৃপ্ত দল?

সাব্বির রহমান বললেন, ব্যাটসম্যানরা ব্যাটিং করবে, বোলাররা বোলিং। অনুশীলন পর্বের প্রথম তিনদিনের লক্ষ্য ছিল এটি। একদিন অবসর দিয়ে পরের তিনদিনে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। বৃষ্টির কারণে একদিন খেলা না হলেও আমাদের প্রস্তুতি ম্যাচের ৭০ ভাগ হয়ে গেছে। ’

ব্যটসম্যানরা কখনও হ্যাপি হয়না মন্তব্য করে সাব্বির বলেন, ‘যতই রান করবে ততই রান করতে ইচ্ছে করবে। সবমিলিয়ে যে অনুশীলনের জন্য এখানে এসেছিলাম তার ৮০ শতাংশ কাজ হয়েছে। ২০ শতাংশ হয়নি বৃষ্টির জন্য-সেটা তো আমাদের হাতে নেই। যেটা কাজ করেছি তা সামনের টেস্টগুলোতে ভালো করতে কাজে দেবে। ’

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।