পোর্ট অব স্পেনে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১৫৬ রান করে গায়ানা। জবাবে ছয় বল বাকি থাকতেই ১৬২ করে জয় নিশ্চিত করে নাইটরা।
১৫৭ রানের জযের লক্ষ্যে খেলতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি ত্রিনবাগোর। দলীয় শূন্য রানেই ওপেনার ব্র্যান্ডন ম্যাককালাম সোহেল তানভিরের বলে বিদায় নেন। তবে দ্বিতীয় উইকেট জুটিতে কলিন মুনরোকে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন সুনিল নারিন। নারিন ২৩ রান করে বিদায় নেন। মুনরো ৪৭ বলে পাঁচটি চার ও সমান ছক্কায় ৭০ রান করে অপরাজিত থাকেন। ৪২ রানে অপরাজিত থাকেন দিনেশ রামদিন।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানি লেগস্পিনার শাহদাব খানের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে গায়ানার ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার চাদউইক ওয়ালটন। শাহদাব চার ওভারে ২৮ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নেন। নারিন পান দুটি উইকেট।
এই টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচে তিনটি জয়ে শীর্ষ রয়েছে ত্রিনবাগো।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ১২ আগস্ট, ২০১৭
এমএমএস