ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

‘দ্য ওয়াল’ রাহুলকে টপকে গেলেন রাহুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
‘দ্য ওয়াল’ রাহুলকে টপকে গেলেন রাহুল ছবি: সংগৃহীত

দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই দারুণ ছন্দ রয়েছেন ভারতের ওপেনার লোকেশ রাহুল৷ ভারতীয় কোনো ক্রিকেটার হিসেবে দারুণ এক রেকর্ডের মালিক হয়েছেন ২৫ বছর বয়সী রাহুল। টপকে গেছেন আরেক রাহুলকে।

ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ১৯৯৭-৯৮ মৌসুমে রাহুল দ্রাবিড় টানা ছয়টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন৷ তার আগে ১৯৭৭-৭৮’এ গুন্ডাপা বিশ্বনাথ এই রেকর্ড গড়েছিলেন৷ দুই কিংবদন্তিকেই টপকে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ক্যান্ডি টেস্টে টানা সাত হাফসেঞ্চুরি করলেন লোকেশ রাহুল। ‘দ্য ওয়াল’ এর ২০ বছর পুরোনো রেকর্ডকে টপকে গেলেন রাহুল৷

ইনজুরির কারণে প্রায় তিনমাস মাঠের বাইরে থেকেছেন লোকেশ রাহুল।

লঙ্কানদের বিপক্ষে দারুণ প্রত্যাবর্তনে শেষ থেকেই শুরু করেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ফেব্রুয়ারিতে পুনে টেস্টে করেছিলেন ৬৪ রান। এরপর বেঙ্গালুরুতে ৯০ ও ৫১ রানের ইনিংস খেলেন। রাঁচিতে খেলেছেন ৬৭ রানের ইনিংস। এরপর ধর্মশালায় করেছেন ৬০ ও অপরাজিত ৫১ রান। মাঝে শ্রীলঙ্কার বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে আনঅফিসিয়াল ম্যাচে করেন ৫৪ রান। কলম্বো টেস্টে নেমে করেন ৫৭ রান। এবার ক্যান্ডি টেস্টে খেললেন ৮৫ রানের ঝকঝকে এক ইনিংস।

টানা সাত ইনিংসে সাতটি সেঞ্চুরি হাঁকিয়ে এই মুহূর্তে শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা, ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ন চন্দরপল, স্যার এভারটন, জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার, অস্ট্রেলিয়ার ক্রিস রর্জাসের টানা সাতটি টেস্ট হাফসেঞ্চুরির রেকর্ড ছুঁলেন লোকেশ রাহুল৷ 

ক্যান্ডি টেস্টে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৬৭ বল মোকাবেলা করে ৫০ পূরণ করেন লোকেশ রাহুল। ১৩৫ বলে আটটি বাউন্ডারিতে করেন ৮৫ রান। ওপেনিং জুটিতে শিখর ধাওয়ানের সাথে তোলেন ১৮৮ রান। সেঞ্চুরি হাঁকিয়েছেন ধাওয়ান।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ১২ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।