ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ১৯৯৭-৯৮ মৌসুমে রাহুল দ্রাবিড় টানা ছয়টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন৷ তার আগে ১৯৭৭-৭৮’এ গুন্ডাপা বিশ্বনাথ এই রেকর্ড গড়েছিলেন৷ দুই কিংবদন্তিকেই টপকে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ক্যান্ডি টেস্টে টানা সাত হাফসেঞ্চুরি করলেন লোকেশ রাহুল। ‘দ্য ওয়াল’ এর ২০ বছর পুরোনো রেকর্ডকে টপকে গেলেন রাহুল৷
ইনজুরির কারণে প্রায় তিনমাস মাঠের বাইরে থেকেছেন লোকেশ রাহুল।
টানা সাত ইনিংসে সাতটি সেঞ্চুরি হাঁকিয়ে এই মুহূর্তে শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা, ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ন চন্দরপল, স্যার এভারটন, জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার, অস্ট্রেলিয়ার ক্রিস রর্জাসের টানা সাতটি টেস্ট হাফসেঞ্চুরির রেকর্ড ছুঁলেন লোকেশ রাহুল৷
ক্যান্ডি টেস্টে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৬৭ বল মোকাবেলা করে ৫০ পূরণ করেন লোকেশ রাহুল। ১৩৫ বলে আটটি বাউন্ডারিতে করেন ৮৫ রান। ওপেনিং জুটিতে শিখর ধাওয়ানের সাথে তোলেন ১৮৮ রান। সেঞ্চুরি হাঁকিয়েছেন ধাওয়ান।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ১২ আগস্ট ২০১৭
এমআরপি