ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ধাওয়ানের সেঞ্চুরি, অস্বস্তিতে লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
ধাওয়ানের সেঞ্চুরি, অস্বস্তিতে লঙ্কানরা ছবি: সংগৃহীত

তিন ম্যাচ টেস্ট সিরিজে এক ম্যাচ হাতে রেখেই আগেই সিরিজ নিশ্চিত করেছে সফরকারী টিম ইন্ডিয়া। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নেমে প্রথম দিনেই ৬ উইকেট হারিয়ে ৩২৯ রান তুলেছে ভারত।

ভারতের ওপেনার শিখর ধাওয়ানের সেঞ্চুরি আর লোকেশ রাহুলের রেকর্ড গড়া দিনে অস্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে লঙ্কানরা।

ক্যান্ডি টেস্টে ওপেনিংয়ে নেমে ১৮৮ রান তুলে নেয় ভারতের দুই ওপেনার।

রাহুল টানা সাত ইনিংসে হাফসেঞ্চুরি হাঁকিয়ে ভারতের দুই গ্রেট রাহুল দ্রাবিড়, গুন্ডাপা বিশ্বনাথকে টপকে গেছেন। ব্যক্তিগত ৮৫ রান করে ফেরেন রাহুল। ১১৯ রানের দারুণ এক ইনিংস খেলে বিদায় নেন ধাওয়ান।

তিন নম্বরে নেমে চেতশ্বর পুজারা ৮ রান করে সাজঘরে ফেরেন। আর দলপতি বিরাট কোহলির ব্যাট থেকে আসে ৪২ রান। আজিঙ্কা রাহানে করেন ১৭ রান। অশ্বিন ফেরেন ৩১ রান করে। ১৩ রানে অপরাজিত রিদ্ধিমান সাহা, ১ রানে অপরাজিত হারদিক পান্ডে।

শ্রীলঙ্কান পুষ্পাকুমারা তিনটি, সানদাকান দুটি আর ফার্নান্দো একটি করে উইকেট দখল করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ১২ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।