ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

নারী ক্রিকেট দলের ক্যাম্প শুরু হচ্ছে খুলনায়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
নারী ক্রিকেট দলের ক্যাম্প শুরু হচ্ছে খুলনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ঢাকা: বাংলাদেশ নারী ক্রিকেট দলের ২৫ সদস্য নিয়ে ১৩-২৪ আগস্ট খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প।

শনিবার (১২ আগস্ট) বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই সপ্তাহের এই ক্যাম্পে টাইগ্রেসরা লাল ও সবুজ দলে ভাগ হয়ে অনুশীলনসহ দু’টি করে ওয়ানডে ও দু’টি করে টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিবে।

১৩ আগস্ট থেকে শুরু হবে অনুশীলন, চলবে ১৭ আগস্ট পর্যন্ত। এরপর ১৮ ও ২০ আগস্ট একে অপরের বিপক্ষে দু’টি ওয়ানডে এবং ২২ ও ২৩ আগস্ট খেলবে দু’টি টি-টোয়েন্টি।
     
টাইগ্রেস ২৫ সদস্যের দলে যারা আছেন- রুমানা আহমেদ, জাহানারা আলম, খাদিজা তুল কুবরা, সানজিদা ইসলাম, ফারজানা হক, সালমা খাতুন, নুজহাত তাজিয়া টুম্পা, রিতু মনি, লতা মন্ডল, আয়েশা রহমান, শারমিন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, শায়লা শারমিন, নাহিদা আক্তার, পান্না ঘোষ, শারমিন সুলতানা, সুরাইয়া আজমিন, শামিমা সুলতানা, জান্নাতুল ফেরদৌস সুমনা, মোর্শেদা খাতুন হ্যাপি, সোবহানা মোসতারি, ইশমা তানজিম, লিলি রানী বিশ্বাস, ইসমত জাহান ইমু ও তৃপ্তি মন্ডল।
 
বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, ১৩ আগস্ট ২০১৭
এইচএল/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।