ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

‘বাংলাদেশ বিশ্বমানের দল’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
‘বাংলাদেশ বিশ্বমানের দল’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ আগস্ট বাংলাদেশে পা রাখছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে মুশফিক-স্মিথরা। বাংলাদেশে পা রাখার আগে টাইগাররা বিশ্বমানের দল বলে জানালেন অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজলউড।

ইনজুরির কারণে টেস্ট সিরিজের দলে নেই তারকা পেসার মিচেল স্টার্ক ও জেমস প্যাটিনসন। তাই বোলিং অ্যাটাকে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ভার উঠেছে হ্যাজলউডের কাঁধে।

ডারউইনে নিজেদের মধ্যে ভাগাভাগি হয়ে প্রস্তুতি ম্যাচ খেলছে অস্ট্রেলিয়া। সেখানে অনেকটা বাংলাদেশের মতো কন্ডিশন। তাই, উইকেটও বানানো হয়েছে ঢাকা ও চট্টগ্রামের টেস্ট উইকেটের মতো। ক্যাম্প চলাকালীন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অজি পেসার জস হ্যাজলউড।

হ্যাজেলউড মানছেন, নিজেদের কন্ডিশনে বাংলাদেশের ব্যাটসম্যানরা দুর্দান্ত। হ্যাজলউড জানান, ‘তাদের যে হালকাভাবে নেওয়ার উপায় নেই সেই বিষয়ে আমরা নিশ্চিত। বাংলাদেশের কন্ডিশনে প্রচুর খাটতে হয়। ওদের দলে বেশ কয়েকজন পেসার এবং কিছু স্পিনার রয়েছে যারা বিশ্বমানের ক্রিকেটার। বাংলাদেশে যে কন্ডিশন, যে উইকেট এখানেও তেমনটাই বানানো হয়েছে। নিজেদের কন্ডিশনে তাদের ব্যাটসম্যানরা সবাই ভালো। তবে আমাদের বোলাররা এক সঙ্গে কাজ করে যাচ্ছে ভালো কিছুই পাওয়ার জন্য। ’

ঘরের মাটিতে গত টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। শেষ টেস্ট ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে মুশফিক বাহিনী। হ্যাজেলউড আরও জানান, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে বাংলাদেশ সেমি ফাইনালে খেলেছে। তার আগে দেশের মাটিতে টেস্ট সিরিজেও ভালো করেছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ড্র করেছে। ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে তাদের পারফরম্যান্স সত্যিই দুর্দান্ত। বাংলাদেশের বিপক্ষে কঠিন লড়াই হবে বলে মনে করছি। ’

পেসারদের নেতৃত্ব দেবেন হ্যাজেলউড। তবে, বাংলাদেশের স্পিন সহায়ক উইকেটে স্পিনারদের ভালো করার সুযোগ থাকবে বলে মনে করেন অজি এই পেসার, ‘চেষ্টা করবো দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার। আমাদের পেসাররা আক্রমণাত্মক হলে স্পিনাররা রক্ষণাত্মক ভূমিকায় থাকে। আমার মনে হয় উপমহাদেশে এর উল্টোটা হয়। বাংলাদেশের উইকেটে নাথান লায়নের সুযোগ থাকবে আক্রমণাত্মক বোলিং করার। আর আমাদের পেসারদের ভূমিকা থাকবে চাপ সৃষ্টি করার। ’

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ১৪ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।