ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিজেদের মাঠে ‘হোয়াইটওয়াশ’ শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
নিজেদের মাঠে ‘হোয়াইটওয়াশ’ শ্রীলঙ্কা ছবি: সংগৃহীত

তিন ম্যাচ টেস্ট সিরিজে এক ম্যাচ হাতে রেখে আগেই সিরিজ নিশ্চিত করেছিল সফরকারী টিম ইন্ডিয়া। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নেমে ম্যাচের তৃতীয় দিনেই জয় তুলে নিল বিরাট কোহলির দল। সিরিজ জেতা ভারতের জন্য ঐতিহাসিক সিরিজও বলা যেতে পারে এবারের লঙ্কা সফরকে।

ফলোঅনে আবারো ব্যাটিং করতে নামা শ্রীলঙ্কা হেরেছে ইনিংস ও ১৭১ রানের বিশাল ব্যবধানে, ইনিংস হেরেছে ৩-০ ব্যবধানে। এই প্রথম দেশের বাইরে টিম ইন্ডিয়া স্বাগতিক কোনো দলকে হোয়াইটওয়াশের লজ্জা দিল।

নিজেদের প্রথম ইনিংসে ৪৮৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাবে, ব্যাটিংয়ে নেমে ৩৭.৪ ওভারে মাত্র ১৩৫ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। টিম ইন্ডিয়ার লিড দাঁড়ায় ৩৫২ রানের। ফলোঅনে পড়ে আবারো ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ১৮১ রান তুলতেই অলআউট হয়।

ভারতের ওপেনার শিখর ধাওয়ানের সেঞ্চুরি আর লোকেশ রাহুলের রেকর্ড গড়া ইনিংসে প্রথম দিনই অস্বস্তি নিয়েই মাঠ ছাড়ে লঙ্কানরা। দ্বিতীয় দিন লঙ্কানদের অস্বস্তি বাড়ায় হারদিক পান্ডে। মাত্র তৃতীয় ম্যাচ খেলতে নেমে তিনিও সেঞ্চুরি হাঁকান। তৃতীয় দিন ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ঘুরে দাঁড়াতে পারেনি লঙ্কানরা।

ক্যান্ডি টেস্টে ওপেনিংয়ে নেমে ১৮৮ রান তুলে নেয় ভারতের দুই ওপেনার। রাহুল টানা সাত ইনিংসে হাফসেঞ্চুরি হাঁকিয়ে ভারতের দুই গ্রেট রাহুল দ্রাবিড়, গুন্ডাপা বিশ্বনাথকে টপকে গেছেন। ব্যক্তিগত ৮৫ রান করে ফেরেন রাহুল। ১১৯ রানের দারুণ এক ইনিংস খেলে বিদায় নেন ধাওয়ান। তিন নম্বরে নেমে চেতশ্বর পুজারা ৮ রান করে সাজঘরে ফেরেন। আর দলপতি বিরাট কোহলির ব্যাট থেকে আসে ৪২ রান। আজিঙ্কা রাহানে করেন ১৭ রান। অশ্বিন ফেরেন ৩১ রান করে। রিদ্ধিমান সাহা ১৬ রানে বিদায় নেন।

হারদিক পান্ডে ব্যাটে ঝড় তোলেন। পুষ্পাকুমারার এক ওভার থেকেই তুলে নেন ২৬ রান। ১১৬তম ওভারে করেন ৪, ৪, ৬, ৬, ৬, ০। এর আগে ভারতের হয়ে টেস্টে এক ওভারে সর্বোচ্চ ২৪ রানের রেকর্ড ছিল সন্দ্বীপ পাতিল ও কপিল দেবের। ১৯৮২ সালে রেকর্ডটা গড়েছিলেন সন্দ্বীপ। এর সাত বছর পর তার রেকর্ড ছুঁয়েছিলেন কপিল। ৩৫ বছরের পুরোনো রেকর্ডটা ভেঙে দেন পান্ডে। টেস্টে এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড ২৮ রানের। যেটি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ও অস্ট্রেলিয়ার জর্জ বেইলি। ২৭ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি।

লঙ্কান বোলার সানদাকান ৫টি, পুষ্পাকুমারা ৩টি, আর ফার্নান্দো ২টি করে উইকেট দখল করেন।

ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কান দলপতি দিনেশ চান্দিমাল ৪৮, মেন্ডিস ১৮, দিকওয়েলা ২৯, পুষ্পাকুমারা ১০ আর সানদাকান ১০ রান করেন। ভারতের কুলদীপ যাদব ৪টি, মোহাম্মদ সামি ২টি, অশ্বিন ২টি আর হারদিক পান্ডে একটি করে উইকেট তুলে নেন।

দ্বিতীয় ইনিংসে লঙ্কান ওপেনার উপুল থারাঙ্গা ব্যক্তিগত ৭ রানে বিদায় নেন। আরেক ওপেনার করুনারত্নে ১৬ রান করে বিদায় নেন। আগের দিন শেষ বেলায় নাইটওয়াচম্যান হিসেবে নামা পুষ্পাকুমারা তৃতীয় দিনের শুরুতে ফেরেন ব্যক্তিগত ১ রান করে। কুশল মেন্ডিস ১২, দলপতি চান্দিমাল ৩৬, ম্যাথুজ ৩৫, পেরেরা ৮, সানদাকান ৮ রানে সাজঘরের পথ ধরেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান দিকওয়েলা ৪১ রান করেন।

ভারতের অশ্বিন ৪টি, মোহাম্মদ সামি ৩টি, উমেস যাদব ২টি আর কুলদীপ যাদব ১টি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ১৪ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।