অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে রোববার (১৩ আগস্ট) ছিল চট্টগ্রাম শেষে ঢাকায় শেষ পর্বের অনুশীলনের প্রথম দিন। কিন্তু ওইদিন তামিমকে অনুশীলনে দেখা যায়নি।
তাই সোমবার সংবাদ মাধ্যমকর্মীদের উৎসাহের কেন্দ্রবিন্দুতে পরিণত হন তামিম। আজ অনুশীলনে এসেছে কী না? এমন প্রশ্নই সবার মুখে মুখে ফিরছিল। খোঁজ নিয়ে জানা গেল, তিনি এসেছেন। সকালে জিম শেষ করে এখন ইনডোরের নেটে ব্যাটিং অনুশীলন করছেন।
হাঁটা শুরু করলাম ইনডোরের দিকে। গিয়ে দেখি সত্যিই তাই। ব্যাট হাতে নেটে দাঁড়িয়ে তামিম। অবশ্য তার ব্যাটিং দেখে ঘুনাক্ষরেও মনে হয়নি যে তিনি কোনরকম আঘাত পেয়েছেন। রুবেল, মোস্তাফিজ, শুভাশিস, তাইজুল, তানবীর হায়দায় ও সানজামুলদের বল যেভাবে হাঁকাচ্ছিলেন মনে হচ্ছিল এই বুঝি নেট ছিড়ে পড়ে।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, তামিমের ক্ষতের জায়গা খুব বেশি গভীর হয়নি। চামড়ার উপরের অংশে সেলাই করা হয়েছে। তাই এ নিয়ে শঙ্কার কিছু নেই। এ অবস্থাতেই অনুশীলন করে যেতে পারবে। ’
তামিম ব্যাটিং করেছেন দীর্ঘ্য সময়। প্রথমে ছিলেন তিন নম্বর নেটে। এরপর সেটা বদলে এলেন এক নম্বরে। এখানেও তার সবলীল ব্যাটিং চোখ এড়িয়ে গেল না। ঠিক যে বলটিকে ডিফেন্স করা দরকার করলেন। কোনটি কাট কোনটি আবার খেললেন রিভার্স সুইপ।
নেটে তামিমের এমন সাবলীল ব্যাটিং দেখে বিস্মিত হলাম। সত্যিই কী তার পেটে চারটি সেলাই পড়েছে!
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০১৭
এইচএল/এমআরএম