এবার এক মাসের সফরে ইংল্যান্ডে যাচ্ছে সেই এইচপি দল। এক মাসের এই সফরে কাউন্টি দল উষ্টারশায়ার, এসেক্সে ও ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় শ্রেনীর দলের বিপক্ষে ছয়টি ওয়ানডে ও দুটি তিনদিনের ম্যাচে অংশ নেবে লিটন-বিজয়রা।
এইচপি দলের ইংল্যান্ড সফরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেমস ডেভেলপমেন্টের অপারেশনস ম্যানেজার এ. ই. এম. কায়সার। বিষয়ের বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেন, ‘মূলত অনুশীলনের জন্যই ওদের এই ইংল্যান্ড সফর। বিরুদ্ধ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া, স্কিলের পরীক্ষা ও অভিজ্ঞতা অর্জনে সফরটি কাজে দেবে। ’
ইংল্যান্ড সফরের আগে আগামী ১৬, ১৭ ও ১৯ আগস্ট বিকেএসপিতে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে এইচপি দল। ঈদ উল আযহার ছুটি কাটিয়ে ইংল্যান্ড যাত্রা করবে এইচপি দল।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ১৪ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি