ধোনি প্রসঙ্গ আসতেই প্রসাদ বলেন, ‘আমাকে সৎ থাকতে হবে। সবাইকে নিয়েই আমরা আলোচনা করি।
যদিও এখনই ধোনিকে ছেটে ফেলার কথা যে ভাবছেন না কেউ সেটাও বুঝিয়ে দিয়েছেন তিনি। কারণ, ধোনি না পারলে তবেই তার পরিবর্তনের কথা ভাবা হবে তার আগে নয়।
ধোনির ভবিষ্যত নিয়ে জানতে চাওয়া হলে প্রসাদ আরও জানান, এখনই ধোনিকে নিয়ে কিছু ভাবা সম্ভব নয়। যতক্ষণ ধোনি খেলছে ততক্ষণ না ভাবলেও চলবে বলেই মনে করেন তিনি।
তিনি বলেন, ‘এটা কখনওই বলছি না সে অটোমেটিক পছন্দ। আমরা সকলেই চাই দেশের সাফল্য। ও যদি খেলতে পারে তা হলে কেন নয়? যদি ও না পারে তা হলে আমরা পরিবর্তের কথা ভাবব। ’
এর মধ্যেই অবশ্য আশার কথাও শুনিয়ে গেলেন যুবরাজ সিংহের জন্য। তিনি বলেন, ‘যুবরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে। দরজা কারও জন্য বন্ধ হয় না। সকলের দেশের হয়ে খেলার অধিকার রয়েছে। কিন্তু দল নির্বাচনের বিষয়ে আমরা চেষ্টা করি সেরাটা দলটিই বাছতে। ’
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। যেখানে বাদ পড়েছেন যুবরাজ সিং। তবে জায়গা করে নিয়েছে ধোনি।
বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, ১৫ আগস্ট, ২০১৭
এমএমএস