ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধোনির পরিবর্তন খুঁজছে ভারত!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
ধোনির পরিবর্তন খুঁজছে ভারত! ধোনির পরিবর্তন খুঁজছে ভারত!-ছবি:সংগৃহীত

মাহেন্দ্র সিং ধোনি কি ফুরিয়ে গেছেন? তিনি কি ২০১৯ বিশ্বকাপে খেলতে পারবেন? এমন নানা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে। তবে ইঙ্গিতটা দিয়েই রাখলেন ভারতীয় বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ। যুবরাজ সিংহের দলে জায়গা না পাওয়া থেকে ধোনি পারফরম্যান্স সব নিয়েই জবাব দিলেন তিনি।

ধোনি প্রসঙ্গ আসতেই প্রসাদ বলেন, ‘আমাকে সৎ থাকতে হবে। সবাইকে নিয়েই আমরা আলোচনা করি।

শুধু এমএস নয়। যখন আমরা কম্বিনেশনের কথা ভেবে দল তৈরি করি তখন সবাইকে নিয়েই কথা হয়। সময়ের সঙ্গে সঙ্গে দেখব কী হয়। ’

যদিও এখনই ধোনিকে ছেটে ফেলার কথা যে ভাবছেন না কেউ সেটাও বুঝিয়ে দিয়েছেন তিনি। কারণ, ধোনি না পারলে তবেই তার পরিবর্তনের কথা ভাবা হবে তার আগে নয়।  

ধোনির ভবিষ্যত নিয়ে জানতে চাওয়া হলে প্রসাদ আরও জানান, এখনই ধোনিকে নিয়ে কিছু ভাবা সম্ভব নয়। যতক্ষণ ধোনি খেলছে ততক্ষণ না ভাবলেও চলবে বলেই মনে করেন তিনি।  

তিনি বলেন, ‘এটা কখনওই বলছি না সে অটোমেটিক পছন্দ। আমরা সকলেই চাই দেশের সাফল্য। ও যদি খেলতে পারে তা হলে কেন নয়? যদি ও না পারে তা হলে আমরা পরিবর্তের কথা ভাবব। ’

এর মধ্যেই অবশ্য আশার কথাও শুনিয়ে গেলেন যুবরাজ সিংহের জন্য। তিনি বলেন, ‘যুবরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে। দরজা কারও জন্য বন্ধ হয় না। সকলের দেশের হয়ে খেলার অধিকার রয়েছে। কিন্তু দল নির্বাচনের বিষয়ে আমরা চেষ্টা করি সেরাটা দলটিই বাছতে। ’

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। যেখানে বাদ পড়েছেন যুবরাজ সিং। তবে জায়গা করে নিয়েছে ধোনি।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, ১৫ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।