প্রথমে ব্যাট করা সেন্ট কিটস নির্ধারিত ২০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১৫৮ রান করে। জবাবে তিন বল বাকি থাকতে জয় তুলে নেয় বলিউড অভিনেতা শাহরুখ খানের মালিকানায় দলটি।
১৫৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্রুত কিছু উইকেট হারায় ত্রিনবাগো। তবে টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কলিন মুনরো ৩০ বলে ৩৬ করে বিপদ সামাল দেন। কিন্তু ৩৫ বলে দুটি চার ও চারটি ছক্কার সাহায্যে অপরাজিত সর্বোচ্চ ৫৯ রান করে জয়ে শেষ (১৬১ দলীয় রান) করেন দিনেশ রামদিন।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারায় ক্রিস গেইলের নেতৃত্বে সেন্ট কিটস। ব্যক্তিগত সর্বোচ্চ ৩৭ রান করেন সামরাহ বুকস। এছাড়া ৬১ করেন জনসন কার্টার।
ত্রিনবাগোর হয়ে সর্বোচ্চ দুটি উইকেট পান সুনিল নারিন। এছাড়া একটি করে উইকেট তুলে নেন কেভিন কুপার, শাহদাব খান ও ডোয়েন ব্রাভো।
বাংলাদেশ সময় : ১০১৫ ঘণ্টা, ১৫ আগস্ট, ২০১৭
এমএমএস