মারারা ওভালে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৬০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়ার্নার একাদশ। পরে স্মিথ একাদশ ৬ উইকেট হারিয়ে ১৮১ রানে ইনিংস ঘোষণা করে।
আঘাত পাওয়ার পর দ্রুতই ওয়ার্নারকে মাঠ থেকে নিয়ে যাওয়া হয়। ড্রেসিং রুমে তাকে দলের চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা করেন।
দ্বিতীয় ইনিংসে আঘাত পাওয়ার সময় ১৪ বল মোকাবেলায় ২ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি অভিজ্ঞ ওপেনার ওয়ার্নার। তবে প্রথম ইনিংসে ৪ রানে বিদায় নিয়েছিলেন তিনি। সেই ইনিংসেও হ্যাজেলউডের বলেই আউট হন ওয়ার্নার।
এই প্রস্তুতির পরই আগামী ১৮ আগস্ট বাংলাদেশে সফর করবে অজিরা। যেখানে মিরপুরে ২৭ আগস্ট প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। আর ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে দু’দল। এই সিরিজের আগে বাংলাদেশেই একটি দু’দিনের ম্যাচ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ১৫ আগস্ট, ২০১৭
এমএমএস