ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সিপিএল থেকে ফিরেছেন সাকিব-মিরাজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
সিপিএল থেকে ফিরেছেন সাকিব-মিরাজ সিপিএল থেকে ফিরেছেন সাকিব-মিরাজ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলে দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। সাকিব ফিরেছেন সোমবার (১৪ আগস্ট) রাতে এবং মিরাজ ফিরেছেন মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে।

মঙ্গলবার (১৫ আগস্ট) মিরপুরে এসেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাওয়াশের হয়ে তিন ম্যাচ খেলা সাকিব আল হাসান উইকেট পেয়েছেন ২টি।

আর রান সংগ্রহ করেছেন ৬১। তার উল্লেখযোগ্য ইনিংসটি ছিল ৬ আগস্ট বার্বাডোস ট্রাইডেন্টসের বিপক্ষে। ৩২ বলে, অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেন তিনি।

সেই ম্যাচে তার অলরাউন্ডিং পারফরম্যান্সে ১২ রানে জিতেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জ্যামাইকা।

তবে শূন্য হাতে ফিরেছেন আরেক টাইগার সদস্য মেহেদি হাসান মিরাজ। ত্রিনবাগো নাইটরাইডার্সের হয়ে সিপিএলে খেলতে গেলেও একটি ম্যাচেও তাকে সেরা একাদশে দেখা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ১৫ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।