ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আবারো তিন ফরমেটের সেরা সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
আবারো তিন ফরমেটের সেরা সাকিব ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ক্রিকেটের তিন ফরমেটেই আবারো ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিন্দ্র জাদেজাকে হটিয়ে টেস্টে শীর্ষস্থান ফিরে পেয়েছেন বাংলাদেশ আইকন। ভারত-শ্রীলঙ্কা সিরিজ শেষে আইসিসির ঘোষিত টিম ও প্লেয়ার র‌্যাংকিংয়ে বেশেকিছু পরিবর্তন লক্ষ্যণীয়।

সেরা অলরাউন্ডার তকমাটা ১০ দিনও উপভোগ করতে পারেননি নাম্বার ওয়ান বোলার জাদেজা। এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে পাল্লেকেলে টেস্ট মিস করেন কলম্বোতে ম্যাচ সেরার পুরস্কার জেতা এ ইনফর্ম ক্রিকেটার।

লঙ্কানদের মাটিতে ৩-০ তে সিরিজ নিশ্চিত করে টিম ইন্ডিয়া।

টানা দুই ম্যাচে ইনিংস ব্যবধানে হারের লজ্জায় ডোবে স্বাগতিক শিবির। ওপেনিংয়ে ১৮৮ রানের পার্টনারশিপে কার্যকরী ভূমিকা রাখেন শিখর ধাওয়ান (১১৯) ও লোকেশ রাহুল (৮৫)। দু’জনই ক্যারিয়ার সেরা র‌্যাংকিং ছুঁয়েছেন।

দুই ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন রাহুল। ১০ ধাপ টপকে ২৮তম অবস্থানে উঠে এসেছেন ধাওয়ান। অলরাউন্ডার হার্দিক পান্ডে সেঞ্চুরির হাঁকিয়ে রকেট গতিতে ৪৫ ধাপ উন্নতিতে ক্যারিয়ার সেরা ৬৮তম স্থানে নাম লিখিয়েছেন। বোলারদের মধ্যে মোহাম্মদ শামি (১৯) ও উমেশ যাদব (২১, ক্যারিয়ার সেরা) এক ধাপ করে এগিয়েছেন।

ভারতীয় স্পিনার কুলদিপ যাদব ও লঙ্কান স্পিনার লক্ষণ সান্দাকানের অগ্রগতি চোখে পড়ার মতো। জাদেজার জায়গায় সুযোগ পাওয়া কুলদিপ পাঁচ উইকেটের সুবাদে ২৯ ধাপ পেরিয়ে ৫৮ নম্বরে ও সমানসংখ্যক উইকেটে ১৬ ধাপ অতিক্রম করে ৫৭ নম্বরে সান্দাকান।

লঙ্কান ব্যাটসম্যানদের মধ্যে দিনেশ চান্দিমাল (+২, ৩৩) ও নিরোশান সাত ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৬১তম পজিশনে।

টিম র‌্যাংকিংয়ের শীর্ষস্থানধারী ভারত ও শ্রীলঙ্কা তাদের অবস্থান ধরে রেখেছে। ভারতের ২ রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৫। দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাদের ব্যবধান ১৫-তে ঠেকলো। অন্যদিকে, সাত নম্বরে থাকা লঙ্কানদের ১ রেটিং পয়েন্ট কমেছে। বাংলাদেশের অবস্থান নবম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে প্রোটিয়াদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইংল্যান্ড (১০৫)। ১০০ রেটিং পয়েন্ট নিয়ে চারে অস্ট্রেলিয়া। পাঁচ নম্বরে নিউজিল্যান্ড (৯৭) ও ছয়ে পাকিস্তান (৯৩)। বাংলাদেশের ঠিক উপরে ক্যারিবীয়াদের অবস্থান। দু’দলের রেটিং পয়েন্টের পার্থক্য মাত্র ৬। যথাক্রমে ৭৫ ও ৬৯। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের হোম সিরিজে র‌্যাংকিং উন্নতিতে চোখ রাখছে টাইগাররা।

সেরা দশ ব্যাটসম্যান: স্টিভেন স্মিথ, জো রুট, কেন উইলিয়ামসন (+১), চেতশ্বর পুজারা (-১), বিরাট কোহলি, জনি বেয়ারস্টো (+১), আহজার আলী (+১), হাশিম আমলা (+১), লোকেশ রাহুল (+২), অজিঙ্কা রাহানে (-৪)।

বোলারদের শীর্ষ দশ অপরিবর্তিত। যথাক্রমে রবিন্দ্র জাদেজা, জেমস অ্যান্ডারসন, রবিচন্দ্রন অশ্বিন, জস হ্যাজেলউড, রঙ্গনা হেরাথ, কাগিসু রাবাদা, স্টুয়ার্ট ব্রড, ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডার, নেইল ওয়াগনার।

সেরা পাঁচ অলরাউন্ডার: সাকিব আল হাসান (+১), রবিন্দ্র জাদেজা (-১), রবিচন্দ্রন অশ্বিন, মঈন আলী, বেন স্টোকস।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ১৫ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।