পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিনে (১৪ আগস্ট) ঘটনাটি ঘটেছে। জাতীয় এই দিবস উপলক্ষে নিজের শহর মারদানে ফখর জামান একাডেমীর হয়ে খেলছিলেন জুবায়ের।
যদিও বাঁচানো যায়নি তাকে, ততক্ষণে তিনি ত্যাগ করেছেন নিজের শেষ নিঃশ্বাসটি।
তরুণ ক্রিকেটারের মৃত্যুতে পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। নিজেদের টুইটার একাউন্টে জুবায়ের আহমেদকে নিয়ে লিখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে উল্লেখ করা হয়, ‘জুবায়েরের এই মর্মান্তিক মৃত্যু আমাদের আরও একবার মনে করিয়ে দিল সব সময় সুরক্ষার জন্য হেলমেট পরা উচিত। জুবায়েরের পরিবারের প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড সমবেদনা জ্ঞাপন করছে। ’ৎ
ক্রিকেট মাঠে মৃত্যুর ঘটনা ঘটলেই চোখের সামনে ভেসে ওঠে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজের কথা। ২০১৪ সালের ২৫ নভেম্বর ঘরোয়া ক্রিকেটে খেলার সময় শেন অ্যাবোটের বাউন্সার আঘাত করে হেলমেট পরিহিত হিউজের ঘাড়ে। এরপর যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় হিউজকে। যদিও মৃত্যুর সাথে বেশ কয়েক ঘণ্টা লড়াই করে জয়ী হতে পারেননি হিউজ, সবাইকে কাঁদিয়ে অকালে মৃত্যুবরণ করেন অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই ক্রিকেটার।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, ১৭ আগস্ট, ২০১৭
এমএমএস