অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন, ইমপ্রেস মাত্রা’র ব্যবস্থাপনা পরিচালক সানাউল আরেফিন ও ডাচ বাংলা ব্যাংক রকেটের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন।
ক্রিকেটে বোর্ডের পক্ষ থেকে নিজ বক্তব্যে সিইও সুজন প্রথমেই বন্যা কবলিতদের জন্য সমবেদনা জানান।
আর ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে আবুল কাশেম শিরিন বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সাথে ডাচ বাংলা ব্যাংক সুগভীর সম্পর্ক রক্ষা করে আসছে। ২০০০ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজের গর্বিত স্পন্সর ছিল ডাচ বাংলা ব্যাংক। আশা করছি অতীতের মতো ভবিষ্যতেও আমরা বাংলাদেশ ক্রিকেটের সাথে এই সম্পর্ক অটুট রাখবো। ’
শুক্রবার (১৮ আগস্ট) দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। যেখানে ২৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে দু’দল দ্বিতীয় টেস্ট খেলবে। এর আগে সিরিজের প্রস্তুতি হিসেবে একটি দু’দিনের ম্যাচ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ১৭ আগস্ট ২০১৭
এইচএল/এমএমএস