ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যাচ নিয়ে গিনেস রেকর্ডে নাসের (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
ক্যাচ নিয়ে গিনেস রেকর্ডে নাসের (ভিডিও) ক্যাচ নিয়ে গিনেস রেকর্ডে নাসের-ছবি:সংগৃহীত

ইংল্যান্ডের সফল ক্রিকেটার নাসের হুসাইন। দেশটির ক্রিকেট ইতিহাসে পারফরম্যান্স ও নেতৃত্বগুণে নাম করেছিলেন তিনি। ইংলিশদের হয়ে তার রয়েছে বেশ কয়েকটি রেকর্ডও। এবার আরও একটি নতুন রেকর্ড গড়ে ফেললেন লর্ডসের মাঠে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় তুলে ফেললেন নিজের নাম।

১৫০ ফুট উপর থেকে আসা বলকে লুফে নিয়ে গিনেস বুকে নিজের নাম তোলেন নাসের। এর একটি ভিডিও ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ইউটিউবে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে ড্রোনে করে ১৫০ ফুট উপরে ঘুরছে একটি ক্রিকেট বল। লর্ডসের মাঠে তখন গ্লাভস পরে সেই বলকে লুফে নেওয়ার জন্য তৈরি হচ্ছেন নাসের। বল ছোঁড়া হলো ড্রোন থেকে। কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হয়ে সেই বলকে গ্লাভসবন্দি করেন নাসের। আর এই ক্যাচটি ধরেই বিশ্ব রেকর্ডটি গড়েন তিনি।

যদিও পরবর্তীতে ৪০০ ফুট ওপর থেকে একটি বল ছোড়া হলে তা আর ধরতে পারেননি নাসের। কিন্তু আগের ক্যাচটি নিয়ে ঠিকই রেকর্ডের মালিক বনে যান তিনি।

নাসের জাতীয় দলের হয়ে ৯৬টি টেস্ট ও ৮৮টি ওয়ানডে খেলেছেন। যেখানে দুই ফরম্যাট মিলিয়ে ১৫টি সেঞ্চুরিসহ ৮ হাজারের ওপরে রান রয়েছে।

ভিডিও লিংক...

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ১৭ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।