ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

দীর্ঘ প্রতীক্ষা শেষে শুক্রবার রাতে আসছে অস্ট্রেলিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
দীর্ঘ প্রতীক্ষা শেষে শুক্রবার রাতে আসছে অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত

দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল ২০১৫ সালের সেপ্টেম্বরে। ‘বাংলাদেশে পর্যাপ্ত নিরাপত্তা নেই’ এমন খোঁড়া অযুহাত দেখিয়ে সিরিজ স্থগিত করে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। একই ইস্যুতে ২০১৬ সালেও দেশটির ক্রিকেট বোর্ড বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠালো না।

অথচ, ২০১৬ সালে বাংলাদেশে হয়ে যাওয়া টি-২০ এশিয়া কাপে কমেন্ট্রি করতে এসেছিলেন দেশটির সাবেক মারকুটে ব্যাটসম্যান ম্যাথু হেইডেন। শুধু তাই নয়, এবছরের মার্চ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট একাডেমির ট্রেনারের দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়ান কোরে বকিং।

কিন্তু তাদের যত সমস্যা ক্রিকেট দল পাঠাতে। যা হোক সেটা তাদের ব্যাপার। সেই আলোচনায় আর না যাই। মূল আলোচনায় আসি।

২০১৫ সাল পেরিয়ে যাওয়ার প্রায় দুই বছর পর স্থগিত সেই সফর করতে শুক্রবার (১৮ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকার মাটিতে পা রাখবেন স্মিথ-ওয়ার্নাররা। খেলোয়াড়-কর্মকর্তাসহ ৩২ সদস্যের দল আসছে। বলার অপেক্ষা রাখছে না টিম অস্ট্রেলিয়ার নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকারের সহায়তায় ইতোমধ্যোই সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  মিরপুরে হঠাৎই কমান্ডো মহড়া (ভিডিও)

অস্ট্রেলিয়ার আগমন উপলক্ষে নিরাপত্তার অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দফা প্যারা ট্রুপ কমান্ডাররা মহড়া দিয়েছেন। তাদের সাথে আরও উপস্থিত ছিলেন র‌্যাব, পুলিশসহ গোয়েন্দা বাহিনির সদস্যরা।

বিসিব সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়া দল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় সেখানে উপস্থিত থাকবেন বর্তমানে ঢাকায় অবস্থানরত ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরপত্তা বিভাগের দুই অগ্রবর্তী সদস্য এবং বাংলাদেশ সরকারের আইনশৃঙ্খলা বাহিনির বিপুল সংখ্যক সদস্য। বিমানবন্দরে তাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে আর্মড পুলিশ ব্যাটিলয়ন (এপিবিএন) ও সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (ক্যাব)।

এরপর তিনস্তরের নিরপত্তার চাদরে আবৃত হয়ে টিম হোটেলে যাবে স্মিথ ও তার দল।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ১৭ আগস্ট, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।