এরপর বেলা সাড়ে ১১টার দিকে যখন গণমাধ্যমের সামনে দাঁড়ালেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরামর্শক শিন ক্যারলের চোখে-মুখে তখন প্রশান্তির ছোঁয়া।
প্রথমেই বলে দিলেন, ‘সার্বিক নিরাপত্তা নিয়ে আমরা সন্তুষ্ট।
‘এতক্ষণ ধরে যে নিরাপত্তা প্রদর্শনী দেখানো হলো, যেসব নিরাপত্তা পলিসি তারা দেখিয়েছেন-তা একেবারেই ফার্স্ট ক্লাস। ’ বললেন শিন ক্যারল
কয়েকদিনের বৃষ্টির পর শুক্রবার (১৮ আগস্ট) আকাশে ঝকঝকে রোদ। সেই রোদ দেখে হাসি ফুটেছে শিন ক্যারলের মুখেও।
তিনি বলেন, ‘আজকের আবহাওয়াটাও অসাধারণ। এটা যেন জারি থাকে। ’
এমনিতেই দেশের সবচেয়ে সুন্দর ক্রিকেট ভেন্যুগুলোর মধ্যে একেবারে শুরুতেই থাকবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নাম। বঙ্গোপসাগরের কোল বেষ্টিত এই মাঠ প্রাণ জুড়ায় সবার। কয়েকদিনের বৃষ্টিতে এই মাঠের ঘাসগুলো হয়েছে আরও প্রাণচঞ্চল।
সেই ভেন্যু ঘুরে এসে, ড্রেসিংরুম-প্রেসবক্স দেখে আসার পর অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরামর্শকের মন্তব্য, ‘মাঠটা অসাধারণ। আর সুযোগ সুবিধায় এটি একটি প্রথম শ্রেণির আন্তর্জাতিক ভেন্যু। ’
চট্টগ্রামের সার্বিক নিরাপত্তায় সন্তুষ্ট শিন ক্যারল ধন্যবাদ দিতে ভুললেন না পুলিশ কমিশনারকেও।
তিনি বলেন, ‘পুলিশ কমিশনারকে ধন্যবাদ। চট্টগ্রামে দল আসার আগেই সব রকমের নিরাপত্তা ব্যবস্থা পাবো বলে আমরা আশ্বস্ত হয়েছি। ’
এর আগে সকাল সাড়ে নয়টা থেকে দেখানো হয় হামলা হলে কিভাবে প্রতিরোধ হবে, খেলোয়াড়দের কিভাবে নিরাপদে সরিয়ে নেওয়া হবে তার মহড়া।
রেডিসন ব্লু থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠ পর্যন্ত পথে পথে চলে মহড়া। খেলোয়াড়দের নিয়ে যাওয়ার প্রস্তুতি দেখানো হয় সেখানে।
শন ক্যারল ও তার সঙ্গে থাকা আরেক সদস্য নিজ চোখে দেখেছেন সেসব। জহুর আহমেদ স্টেডিয়ামে গিয়ে তারা নিশ্চিত হন সব রকমের সুযোগ-সুবিধার বিষয়ে।
তবে এখনও দোলাচলে থাকা প্রস্তুতি ম্যাচের ভেন্যু নিয়েও কথা বললেন শিন ক্যারল।
‘আমরা মিরপুর স্টেডিয়ামেও গিয়েছি। সেখানকার নিরাপত্তা নিয়েও সন্তুষ্ট। তবে প্রস্তুতি ম্যাচের ভেন্যু নির্ধারণ হয়নি। আমরা সেটা নিয়ে কথা বলছি। আশা করছি দ্রুত সেটিও মিটে যাবে। ’
সব উদ্বেগ, উৎকণ্ঠা কাটিয়ে শুক্রবার (১৮ আগস্ট) রাতেই বাংলাদেশে পা পড়ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। সফরসূচি অনুযায়ী রাত ১০টা ৪০ মিনিটে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বহনকারী বিমান হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
সফরে অস্ট্রেলিয়া শুধু দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ঢাকায় প্রথম টেস্ট ২৭ আগস্ট শুরু হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ঢাকা টেস্ট শেষে ১ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া দলের চট্টগ্রামে আসার কথা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
টিএইচ/আইএসএ/টিসি