ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্রাবিড়ের উত্তরসূরি হতে পারেন গিলেস্পি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
দ্রাবিড়ের উত্তরসূরি হতে পারেন গিলেস্পি ছবি: সংগৃহীত

রাহুল দ্রাবিড়ের উত্তরসূরির খোঁজ চলছে। আইপিএলের দল দিল্লি ডেয়ারডেভিলস কোচ হিসেবে এবার পাচ্ছে না দ্রাবিড়কে৷ ফলে, ২০১৮ আইপিএল-এ ডেয়ারডেভিলসের কোচ হিসেবে দ্রাবিড়ের উত্তরসূরি হতে পারেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা জ্যাসন গিলেস্পি৷

ভারতের অনূর্ধ্ব-১৯ এবং ভারত ‘এ’ দলের কোচের পদে চুক্তি নবায়ন হওয়ায় দিল্লি ডেয়ারডেভিলসের কোচের পদ ছেড়েছেন দ্রাবিড়৷

দ্রাবিড়ের জায়গায় সাবেক অজি পেসারের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন ডেয়ারডেভিলস কর্তারা৷ বর্তমানে বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্রধান কোচ হিসেবে নিয়োজিত গিলেস্পি। কোচ হিসেবে ইংল্যান্ডের কাউন্টি দল ইয়র্কশায়ারকে দারুণ সাফল্য পাইয়ে দেওয়া গিলেস্পির কোচিংয়ে দ্বিতীয় থেকে প্রথম ডিভিসনে উঠেছে ইয়র্কশায়ার৷ শুধু তাই নয়, টানা দু’বার কাউন্টি চ্যাম্পিয়নশিপ জিতেছে ইয়র্কশায়ার৷

গত বছর ইয়র্কশায়ারের কোচের পদ ছেড়ে বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচের দায়িত্ব নেন ৪২ বছর বয়সী গিলেস্পি।

এছাড়া, ২০১১ আইপিএল আসরে কিংস ইলেভেনের বোলিং কোচ ছিলেন গিলেস্পি।

অস্ট্রেলিয়ার হয়ে ৭১টি টেস্ট এবং ৯৭টি ওয়ানডে এবং একটি টি-২০ ম্যাচ খেলেছেন গিলেস্পি। সাদা পোশাকে তার দখলে ২৫৯টি উইকেট। ওয়ানডেতে তার নামের পাশে ১৪২টি উইকেট।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ১৯ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।