বৃষ্টির পানি জমে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামের আউটডোর স্টেডিয়ামে পচা গন্ধ সৃষ্টি হয়েছে। আর স্টেডিয়ামটিতে প্রবেশ করতেই এই দুর্গন্ধের কারণে প্রস্তুতি ম্যাচটি কিছুটা অনিশ্চয়তার পথে হাঁটলেও খেলা বন্ধ হওয়ার কোন ঘোষণা এখনও জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষ।
শনিবার (১৯ আগস্ট) রাতে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ কয়েকদিনের টানা বৃষ্টির কারণে আউটডোর স্টেডিয়ামে পানি জমে আছে বেশ কিছুদিন ধরে। পানি নিষ্কাশনের চেষ্টা চলছে। আর খেলা হওয়ার কথা ২২ ও ২৩ আগস্ট। পানি শুকিয়ে মাঠের পরিস্থিতি ভালো হলে খেলা হবে। তবে তার জন্য আমরা ২১ আগস্ট পর্যন্ত অপেক্ষা করবো। ২১ আগস্ট আমরা সিদ্ধান্তে আসতে পারবো।
তবে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বাংলানিউজকে জানান, আমাদেরকে এখন পর্যন্ত খেলা বাতিলের কোন সিদ্ধান্ত জানানো হয়নি। ম্যাচ আগের নির্ধারিত সময় ও নির্দেশনা অনুসারে চলবে।
বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এইচএল/এমএএম/আরআই