ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

১৯ উইকেট হারিয়ে ক্যারিবীয়দের লজ্জাজনক হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
১৯ উইকেট হারিয়ে ক্যারিবীয়দের লজ্জাজনক হার ছবি:সংগৃহীত

ইংল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজ আন্ডারডগ ছিলো এটা সবারই জানা। তবে এমন লজ্জাজনকভাবে যে তারা হারবে সেটা হয়তো কেউই কল্পনা করতে পারেনি। প্রথম টেস্টের তৃতীয় দিনেই দলটির ১৯ উইকেটের পতন হয়। আর ইংলিশদের কাছে ম্যাচটি হারে এক ইনিংস ও ২০৯ রানে।

দিবা-রাত্রির এ টেস্টে ইংলিশরা নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৫১৪ করে ইনিংস ঘোষণা করে। জবাবে ক্যারিবীয়রা প্রথম ইনিংসে ১৬৮ রানে সবকটি উইকেট হারায়।

আর ফলোঅনে পড়েতো আরও বাজে অবস্থায় হয়। এবার ১৩৭ রানেই শেষ হয় ইনিংস।

তৃতীয় দিন ১ উইকেট হারানো উইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে ফের ব্যাটিং শুরু করে। তবে ইংলিশ বোলারদের দাপটে নিয়মিত বিরতিতেই উইকেট পড়তে থাকে। জার্মেইন ব্যাক্লউডের অপরাজিত ৭৯ ছাড়া আর কেউই ইংনিস বড় করতে পারেনি।

পেসার জেমস অ্যান্ডারসন নেন সর্বোচ্চ ৩ উইকেট। ২টি করে উইকেট দখল করেন স্টুয়ার্ট ব্রড ও টবি রোল্যান্ড-জোন্স।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও সুবিধে করতে পারেনি সফরকারীরা। এবার সর্বোচ্চ রান ৪০ আসে ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েটের ব্যাট থেকে। রোস্টন চেজের ২৪ ছাড়া আর কেউ ১৫ রানও করতে পারেননি।

এবার ব্রড নেন ৩ উইকেট। আর ২টি করে উইকেট পান অ্যান্ডারসন, রোল্যান্ড-জোন্স ও মঈন আলী।

ম্যাচ সেরা হন ইংল্যান্ড ইনিংসে ডাবল সেঞ্চুরি করা অ্যালিস্টার কুক।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ২০ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।