ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

পারফরম্যান্সই ফিনিশার নাসিরের মূলমন্ত্র

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
পারফরম্যান্সই ফিনিশার নাসিরের মূলমন্ত্র ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঘরোয়া ক্রিকেট লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দুই বছর পর হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার সুযোগ পেয়েছেন টাইগার অফস্পিন অলরাউন্ডার নাসির হোসেন। পারফরম্যান্সের সেই ধারাবাহিকতাটা এখন তিনি অব্যাহত রাখতে চাইছেন জাতীয় দলে ফেরার পরেও।

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজতো বটেই তারপরেও ব্যাট-বলে উজ্জ্বল থাকতে চাইছেন ফিনিশার নাসির। রোববার (২০ আগস্ট) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে তিনি একথা জানান।

জাতীয় দলে ফেরার পেছনে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএলে) নিজ পারফরম্যান্সই ভূমিকা রেখেছে উল্লেখ করে নাসির বলেন, ‘অনেক দিন পরে টেস্ট দলে ফিরলাম। ইচ্ছা ছিল টেস্ট খেলার জন্য। আর সেজন্য আমি পারফর্ম করার চেষ্টা করছিলাম। আমি জানি যে টেস্ট খেলতে হলে আমাকে পারফর্ম করেই ঢুকতে হবে। ন্যাশনাল লিগ বলেন বা বিসিএল বলেন সব জায়গায়ই আমি পারফর্ম করেছি। সেজন্যই আবার জাতীয় দলে আসতে পেরেছি। ’

শুধু বিসিএল কিংবা এনসিএলে দাপুটে ব্যাটিংই নয়। গত মাসের শেষ সপ্তাহে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ এবং দু’দিন আগে মিরপুরে অনুষ্ঠিত ম্যাচ সিচুয়েশন অনুশীলনেও নাসিরের ব্যাট কথা বলেছে। এই দুই ম্যাচের পারফরমেন্স কী আপনাকে দলে ফিরতে সাহায্য করেছে? নাসিরের সোজা-সাপ্টা উত্তর, ‘পারফরম্যান্স তো পারফরম্যান্সই। আপনি যেখানেই রান করেন না কেন কাউন্ট হয়। অবশ্যই তা কাজে লেগেছে। ’ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম নাসিরের হাত থেকে শুধু যে রান আসে তা কিন্তু নয়। উইকেটও আসে। দলের ব্রেক থ্রু এনে দিতে তিনি দারুণ পারঙ্গম। ইনফর্মড বোলাররা ওভারের পর ওভার বল করে যখন প্রতিপক্ষের ব্যাটিং স্তব্ধ করে দিতে ব্যর্থ, ঠিক তখনই স্পিন ঘূর্ণিতে জ্বলে উঠেন নাসির। আর ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটা তিনি বেশ ভালোই উপভোগ করেন বলে জানালেন, ‘বোলিংটা আমি উপভোগ করি। তারচেয়ে বড় কথা হলো আমি ভালো করার জন্য চেষ্টা করি। এই টেস্টে যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই ভালো বোলিং করার চেষ্টা করবো। ’

এসময় গণমাধ্যম কর্মীরা জানেতে চান গত দুই বছর আপনি কোনো টেস্ট ম্যাচ খেলেননি। স্বভাবতই এই ফরমেটের সাথে আপনার একটি ব্যবধান তৈরি হয়েছে। সেটা কীভাবে কাটিয়ে উঠবেন? নাসিরের চটপটে উত্তর, ‘আমি জাতীয় লিগ ও বিসিএল খেলেছি। এখানে আমি মূলত রানের পরিকল্পনার সফল বাস্তবায়ন ঘটাতে পেরেছি। সেই পরিকল্পনাটিই জাতীয় দলে থাকে। হয়তো কন্ডিশন ও খেলার পরিবেশ আলাদা থাকে। যদি খেলি জাতীয় দল নিয়ে যে পরিকল্পনা আছে সেটাতেই থাকবো। ’

টাইগার স্পিন অলরাউন্ডার নাসির হোসেনকে সবশেষ সাদা পোশাকে দেখা গিয়েছিল ২০১৫ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে। এরপর আর টেস্ট দলে জায়গা হয়নি তার। টেস্টে ১৭টি ম্যাচে ব্যাট হাতে একটি সেঞ্চুরি ও ৬টি হাফ সেঞ্চুরিতে নাসিরের মোট সংগ্রহ ৯৭১ রান। তার ব্যাটিং গড় ৩৭.৩৪। সমান সংখ্যক ম্যাচে, বল হাতে তার উইকেট সংখ্যা ৮টি।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ২০ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।