ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সিপিএলে মিরাজের জায়গায় অ্যাশলে নার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
সিপিএলে মিরাজের জায়গায় অ্যাশলে নার্স অ্যাশলে নার্স ও মেহেদী হাসান মিরাজ / ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ক’দিন আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ছেড়ে দেশে ফেরেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। সাকিবের বিকল্প ইতোমধ্যেই চূড়ান্ত করেছে জ্যামাইকা তালাওয়াশ। মিরাজের স্থানটিও পূরণ করে ফেলেছে ত্রিনিবাগো ‍নাইট রাইডার্স।

মিরাজের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের অ্যাশলে নার্সকে নিশ্চিত করেছে ত্রিনিবাগো। কোচ সাইমন ক্যাটিচের মতে দলে আরেকটি স্পিন অপশন হিসেবে এনে দিয়েছেন ২৮ বছর বয়সী এ ডানহাতি।

সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিওটসের বিপক্ষে ২৩ আগস্টের ম্যাচ সামনে রেখে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

সিপিএলে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয়েছে মিরাজকে। পাকিস্তানের শাদাব খানের নৈপুণ্যে এক ম্যাচেও একাদশে সুযোগ মেলেনি। অন্যদিকে, তিন ম্যাচে ৬১ রানের পাশাপাশি বল হাতে দু’টি উইকেট নিয়ে সাকিব। বার্বাডোস ট্রাইডেন্টসের বিপক্ষে ৬ আগস্টের ম্যাচটিতে ৩২ বলে ৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।

পয়েন্ট টেবিলে সবার ওপরে মিরাজের ত্রিনিবাগো। সাত ম্যাচে ৬ জয়ে তাদের সংগ্রহ ১২। ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে দুই ম্যাচ কম খেলা জ্যামাইকা। ৬ ম্যাচে ৯ পয়েন্টে দুইয়ে সেন্ট কিটস।

জ্যামাইকা টিমে সাকিবের পরিবর্তে নিউজিল্যান্ডের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান গ্লেন ফিলিপসকে যুক্ত হয়েছেন। সিপিএলের এবারের আসরে সাকিব-মিরাজের ফেরার সুযোগ নেই। টুর্নামেন্টের ফাইনাল ৯ সেপ্টেম্বর। আর অস্ট্রেলিয়া সিরিজ শেষ হবে তার একদিন আগে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ২০ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।