রোববার (২০ আগস্ট) মিরপুরে হঠাৎই সংবাদ মাধ্যমকে মুমিনুলের ফেরার বিষয়টি নিশ্চিত করে পাপন বলেন, ‘মুমিনুল ঢুকছে, সৈকত খেলছে না। কারণ সৈকতের চোখের সমস্যা আছে।
মুমিনুলের দলে না থাকাটা দুঃখজনক উল্লেখ করে পাপন আরও বলেন, ‘মুমিনুল নেই এটা দুঃখজনক। সে বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট ও একজন অন্যতম সেরা প্লেয়ার। তাতে কোনো সন্দেহ নেই। আমরা সব সময় বলে আসছি তাকে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে দূরে রাখলে সে টেস্টে মনোযাগ দেবে। ’
তিনি আরও যোগ করেন, ‘মুমিনুল বাদ পড়ার মতো খেলোয়াড় হতে পারে না। আমার মনে হয় তাকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। সে আমাদের দেশের সম্পদ। সে হয়তো পরিস্থিতির শিকার হয়েছে। তার মন খারাপ করার কোনো কারণ নেই। তার মতো প্লেয়ার স্কোয়াডে নেই দেখতেও খারাপ লাগে। সেরা একাদশে না খেলালেও ১৪ সদস্যের দলেতো তাকে রাখা যেত। স্কোয়াড ১৫ সদস্যের করলেই বা কী!’
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ২০ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি