রাজ্জাকের মৃত্যুতে মুশফিকের শোক
বাংলা চলচ্চিত্রের প্রবাদপুরুষ নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। এছাড়া রাজ্জাকের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাজ্জাকের মৃত্যুর পরপরই জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেন মুশফিক।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে মুশফিক নায়ক রাজের একটি ছবি পোস্ট করেছেন।
রাজ্জাকের ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আজ কিংবদন্তি অভিনেতা আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বশক্তিমান আল্লাহ তাকে জান্নাত দান করুক। তার বিদেহী আত্মার জন্য দোয়া রইলো এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ’
সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্জাক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ২১ আগস্ট ২০১৭
এমআরপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।