ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজও যাবে পাকিস্তান সফরে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
ওয়েস্ট ইন্ডিজও যাবে পাকিস্তান সফরে ছবি:সংগৃহীত

দীর্ঘ আট বছর পর আবার পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সেই তালিকায় যোগ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজও। এই অঅট বছরে বড় কোনো দেশের বিপক্ষে নিজেদের মাটিতে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেনি পাকিস্তান।

২০০৯ সালে লাহোরে সন্ত্রাসী হামলায় পড়ে শ্রীলঙ্কা ক্রিকেট টিমের বাস। তার পর থেকে আর কোনো টেস্ট খেলুড়ে দল পাকিস্তান সফরে যায়নি।

মাঝে ২০১৫তে জিম্বাবোয়ে দল একটি সীমিত ওভারের সিরিজ খেলতে পাকিস্তানে গিয়েছিলো।

আবার হয়তো সেই শ্রীলঙ্কার হাত ধরেই পাকিস্তানের মাটিতে ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। আগামী সেপ্টেম্বরে পাকিস্তান সফরে যাবে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। টি-২০ সিরিজের পাশাপাশি লাহোরে বিশ্ব একাদশের বিপক্ষেও ম্যাচ খেলবে।  

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটি প্রেস রিলিজ দিয়ে জানানো হয়েছে, ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা হয়েছে যে এখানে এসে ক্যারিবীয়ানরা টি-২০ ম্যাচ খেলবে। নভেম্বরে ম্যাচগুলি হবে লাহোরে পাকিস্তান দলের বিপক্ষে। ’ 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠী বলেন, ‘আমার লক্ষ্য দেশে আন্তর্জাতিক ক্রিকেটকে ফিরিয়ে নিয়ে আসা। আশা করছি আগামী দু’তিন দিনে আমরা বিশ্ব একাদশ দলের নামও ঘোষণা করে দিতে পারবো। ’

বিশ্ব একাদশের কোচিংয়ের দায়িত্বে থাকবেন অ্যান্ডি ফ্লাওয়ার। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, মরনে মরকেল ও ইমরান তাহিরদের খেলার কথা রয়েছে। দু’জন অস্ট্রেলিয়া ক্রিকেটারেরও খেলার কথা রয়েছে। বাকিরা থাকবেন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড থেকে।

তবে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে ভারতের ক্রিকেটারদের খেলার ছাড়পত্র দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।