নিরাপত্তার কারণে মাঠে বসে বা দাঁড়িয়ে অনুশীলন দেখা সম্ভব না। ক্লোজডোর অনুশীলন চলে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমির মাঠে।
হঠাৎই চোখ আটকে গেল সেন্টার উইকেটে। অধিনায়ক স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার পালাক্রমে ব্যাটিং করছেন। আর তাদের বিপক্ষে বল করছেন নাথান লায়ন, অ্যাস্টন অ্যাগার ও মিচেল সোয়েপসন। অ্যাগার, সোয়েপসনকে বেশ ভালোভাবেই খেলছিলেন দুই অজি কান্ডারি। কিন্তু লায়নকে ঠিক যেন বুঝেই উঠতে পারছিলেন না।
পপিং ক্রিজের ভেতরে পিচআপ করার পর বল কখনও বাঁক নিয়ে চলে যাচ্ছে স্ট্যাম্পের কিছু ওপর দিয়ে, কখনও বাইরে, কখনও বা ব্যাটের নিচ দিয়ে।
হাঁটু গেড়ে ওয়ার্নার সুইপ করতে একাধিকবার চেষ্টা করলেন, খুব একটা লাভ হলো না। বল সর্বোচ্চ এক হাত কি দুই হাত গড়ালো। তিন ওভারে একটি লফটেড শটেরও দেখা মিললো না দুজনের ব্যাট থেকে। ভাবতে লাগলাম, এমনিতেই এই মুহূর্তে লায়ন বিশ্বসেরা স্পিনারদের একজন। এর ওপর আবার মিরপুরের উইকেট এই স্পিনবন্ধব। এখানে তিনি কতটা ভয়ংকর হয়ে উঠবেন!
কিছুক্ষণ পরেই ইমরুল কায়েস সংবাদ সম্মেলনে আসবেন তাই সম্মেলন কক্ষের দিকে ছুটে চলা। ইমরুল এলেন, কথাও হলো বিস্তর। সেখানেই তার কাছে জানতে চাওয়া হলো বিষাক্ত অজি স্পিনার লায়নকে নিয়ে তাদের প্রস্তুতির কথা। ইমরুলও তাকে সমীহ করেই বললেন, ‘আমার মনে হয়, নাথান লায়ন বিশ্বের অন্যতম সেরা স্পিনার। আমরা তাকে খেলতে প্রস্তুত। শুধু আমি নই, দলের সবাই প্রস্তুত। আমরা এটা জানি এবং খেলতে প্রস্তুত। ’
২৯ বছর বয়সী অফস্পিনার নাথান লায়ন সাদা পোশাকে এই পর্যন্ত ৬৭টি ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ২৪৭টি।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৭
এইচএল/এমআরএম