ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ম্যাক্সওয়েলের ভাবনায় সাকিব-মোস্তাফিজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
ম্যাক্সওয়েলের ভাবনায় সাকিব-মোস্তাফিজ সংবাদ সম্মেলনে গ্লেন ম্যাক্সওয়েল / ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাইগার ‘কাটার স্পেশালিস্ট’ মোস্তাফিজুর রহমানকে মাত্র ১ বার মোকাবেলা করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। সেটা ছিল ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে। বেঙ্গালুরুর চিন্বাসামী স্টেডিয়ামে সুপার টেন-এর ম্যাচটিতে মোস্তাফিজের প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। পরের বলটি ডট দিলেও তিন নম্বরটি আবার ওভার বাউন্ডারি এবং চতুর্থ বলে সিঙ্গেল সমেত ওই ওভারটিতে নিয়েছিলেন ১৩ রান।

আইপিএলের ২০১৬ আসরে মোস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ব্যাট হাতে নামলেও তার সামনে পড়েননি। কেননা ম্যাক্সওয়েল একটিতে আউট হয়েছেন ২ রানে আর অপরটিতে রানের খাতা না খুলে অপরাজিত ছিলেন।

খেলা হয়নি সবশেষ আসরেও। এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাত্র একটি ম্যাচেই মাঠে নেমেছিলেন ‘দ্য ফিজ’।  

তবে টি-২০ বিশ্বকাপের সেই ম্যাক্সওয়েলকে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে মোস্তাফিজের বলের সামনে অগ্নিমূর্তি রূপে দেখা যাবে কী না বিষয়টি নিয়ে যথেষ্টই সন্দেহ আছে। বেঙ্গালুরুর ওই উইকেট তৈরি স্পোর্টিং ধাচের। মিরপুর এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পিচ হবে স্পিনবান্ধব। মোস্তাফিজের বিষয়টিও স্বাগতিক দেশের কিউরেটররা মাথায় রাখবেন সেটাই স্বাভাবিক।

সঙ্গত কারণেই এই কন্ডিশনে মোস্তাফিজের বল মোকাবেলা করার বিষয়টিকে চ্যালেঞ্জিং মানছেন ম্যাক্সওয়েল, ‘নিঃসন্দেহে মোস্তাফিজ একজন বিস্ময়কর বোলার। তাকে আইপিএলে দেখেছি। পুরো মৌসুমটাই সে দারুণ কাটিয়েছে। বাড়তি কাজ করলে টেস্টেও অসাধারণ হতে পারে। তার সুইং ও স্লো বলের যে বৈচিত্র্য এটা গতানুগতিক বাঁহাতি পেসারদের মতো নয়। ওর হাতে যেটা সেম ধরে শেষ মুহূর্তে রেখে সে স্লো বল করতে পারে, যেটা বুঝে ওঠা খুবই কঠিন। ’
 
বুধবার (২৩ আগস্ট) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে মোস্তাফিজকে নিয়ে এমন মন্তব্য করেন ম্যাক্সওয়েল।

মোস্তাফিজকে তুলনামূলক কম মোকাবেলা করলেও বেশ কয়েকবার সাকিব আল হাসানের মুখোমুখি হওয়ার সুযোগ মিলেছে ম্যাক্সওয়েলের। আইসিসির বৈশ্বিক আসরের পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও লাল-সবুজের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে খেলেছেন। খুব কাছে থেকেই তার ব্যাটিং-বোলিং দেখেছেন। তাই সংবাদ সম্মেলনে সাকিবকেও মোস্তাফিজের পাশাপাশি এগিয়ে রাখতে ভুল করেননি, ‘সে সারা বিশ্বেই খেলে এবং বিশ্বসেরা অলরাউন্ডার। দারুণ একজন ক্রিকেটার সে। ’

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ২৩ আগস্ট, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।