ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

স্পিন সামলাতে অজিদের অভিনব কৌশল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
স্পিন সামলাতে অজিদের অভিনব কৌশল স্পিন সামলাতে অজিদের অভিনব কৌশল-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পায়ে প্যাড নেই। শুধু মাত্র ব্যাট দিয়েই চলছে স্পিন মোকাবেলার চেষ্টা। উইকেটে স্পিন ভয়ংকর টার্ন করবে তাই সামনে পা নিলেই ঘটে যেতে পারে এলবিডব্লিউ কিংবা ব্যাট প্যাডের মতো ভয়ংকর বিপদ। এমন বিপদ এড়াতেই পা ছাড়া শুধুই ব্যাট দিয়ে স্পিন মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে স্টিভেন স্মিথ ও তার দল।

উপমাহাদেশের উইকেট স্পিন বান্ধব, বিষয়টি ক্রিকেট দুনিয়ার সবরাই খুব ভাল করেই জানা আছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়।

বিগত দিনগুলোতে বাংলাদেশের উইকেটে স্পিনের ভয়ংকর বাঁক সফরকারী অনেক দলেরই ঘুম হারাম দিয়েছে। তাই যতটুকু সম্ভব স্পিন মোকাবেলায়  সেরা প্রস্তুতি  সম্ভব, সেরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে অস্ট্রেলিয়া।  

বুধবার (২৩ আগস্ট) অনুশীলনের আগে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্যাড ছাড়া ব্যাটিংয়ের কারণ ব্যাখ্যা করলেন অজি অলরাউন্ডার  গ্লেন ম্যাক্সওয়েল, ‘২০১২ সালেও আমরা এরকম অনুশীলন করেছিলাম, যখন জাস্টিন ল্যাঙ্গার আমাদের ব্যাটিং কোচ ছিল। দুবাইয়ের নেটে আমরা এরকম অনুশীলন করেছিলাম। এই অনুশীলনের মূল উদ্দেশ্য হলো ব্যাটকে বেশি ব্যবহার করা। সামনের পা যদি উন্মুক্ত থাকে, তা বাঁচাতে হলেও খেলার সময় সামনে পা সরিয়ে ব্যাট ব্যবহার করতে হবে’।  

তিনি আরও যোগ করেন, ‘এই অনুশীলন আসলে এমন দলের জন্য যারা নিয়মিত স্টাম্প বরাবর বোলিং করে। বাংলাদেশের এটি বেশ ভালো করে। ওরা ‘স্টাম্প টু স্টাম্প’ বোলিং করে এবং ব্যাটসম্যানের ডিফেন্সকে চ্যালেঞ্জ করে। এই জায়গা নিয়ে তাই আমাদের কাজ করে যেতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।