ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কা দলকে সাহায্য করবেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
শ্রীলঙ্কা দলকে সাহায্য করবেন কোহলি শ্রীলঙ্কা দলকে সাহায্য করবেন কোহলি-ছবি:সংগৃহীত

শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাহায্যে কাজ করবেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। অবশ্য শ্রীলঙ্কার ক্রিকেটে দুঃসময় কাটানোর জন্য কোহলির কাছে সাহায্য চেয়েছেন মালিঙ্গাদের ভারপ্রাপ্ত কোচ নিক পোথাস। কোহলি না করেননি। তিনি শ্রীলঙ্কার কোচ-ক্রিকেটারদের সাহায্য করবেন ঠিকই। কিন্তু চলমান সিরিজ শেষ হলে।

চলতি সিরিজ চলাকালীন বিপক্ষকে সাহায্য করার অনৈতিক কাজটা করতে চান না কোহলি।

কোহলি সাংবাদিকদের সামনে আসার আগে গ্রাহাম ফোর্ডের জায়গায় দায়িত্ব নেওয়া পোথাস বলেন, শ্রীলঙ্কার সমস্যার সমাধান কীভাবে করবেন, তা নিয়ে ভারতীয় দলপতি ও কোচদের সঙ্গে পরামর্শ করতে চান তিনি।

 

কোহলি এর জবাবে বলেন, ‘সিরিজের লড়াইটা আগে শেষ হয়ে যাক। তারপর না হয় বসা যাবে। ৬ সেপ্টেম্বরের আগে এটা সম্ভব নয়। যদি তখন ওরা বসতে চান। তবে এ রকম দুঃসময়ে দলের প্রত্যেককে বাড়তি দায়িত্ব নিতে হবে। আমরা মানসিকতাই পাল্টে ফেলেছিলাম। ’

শ্রীলঙ্কান ক্রিকেটারদের উদ্দেশ্যে কোহলির পরামর্শ, ‘বাড়তি চাপ নেওয়ার ও লড়াকু মানসিকতা চাই। যা আমাদের ছেলেদের আছে বলেই আমরা এই দুঃসময়টা সহজে কাটিয়ে উঠতে পেরেছি। ’ সমর্থকদেরও ধৈর্য ধরার অনুরোধ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ২৪ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।