চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই কারণে দুই ম্যাচে বহিষ্কৃত হয়েছিলেন তিনি। থারাঙ্গার জায়গায় চামারা কাপুগেদারা দলকে নেতৃত্ব দেবেন।
সিরিজের শেষ তিনটি ম্যাচের সবকটিতেই হেরে গেলে ২০১৯ বিশ্বকাপে খেলার সরাসরি যোগ্যতা পাওয়াই অনিশ্চত হয়ে উঠতে পারে শ্রীলঙ্কার। সেক্ষেত্রে তাদের ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। তেমন পরিস্থিতি যাতে না আসে, সে জন্য এই সিরিজে অন্তত একটা ম্যাচ জিততেই হবে তাদের।
তাই টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমাল ও ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেকে দলে আনা হলো অন্তত পরের তিনটি ম্যাচের জন্য। ওপেনার দানুস্কা গুনাথিলাকা কাঁধে চোট পেয়ে হয়তো পরের দুটো ম্যাচে খেলতে পারবেন না।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ২৬ আগস্ট, ২০১৭
এমএমএস