ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিমদের বিপক্ষে পাকিস্তান দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
তামিমদের বিপক্ষে পাকিস্তান দল ঘোষণা ছবি:সংগৃহীত

পাকিস্তানের মাটিতে দীর্ঘ আট বছর পর ফের ক্রিকেট ফিরছে। বিশ্ব একাদশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজের লক্ষ্যে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সিরিজকে সামনে রেখে পাকিস্তান দলে ফিরেছেন মোহাম্মদ আমির ও সোহেল খান। দলে নেওয়া হয়েছে উমর আমিন, ফাহিম আশরাফ ও আমের ইয়ামিনকে।

তবে বাদ পড়েছেন কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, সোহেল তানভির ও ওহাব রিয়াজ।

এর আগে দক্ষিণ আফ্রিকার দলপতি ফাফ ডু প্লেসিসকে অধিনায়ক করে বিশ্ব একাদশের ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়। যেখানে রয়েছেন তামিম ইকবাল, হাশিম আমলা ও ড্যারেন স্যামিদের মতো তারকারা।

২০০৯ সালে শ্রীলঙ্কা টিম বাসের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে আর কোনো বড় দলের আন্তর্জাতিক ম্যাচ হয়নি। শুধুমাত্র জিম্বাবুয়ে একটি সীমিত ওভারের সিরিজ খেলেছিলো। তবে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর পাকিস্তানে ক্রিকেট ফেরাতে খোদ আইসিসিই নজর দেয়।

বিশ্ব একাদশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজটি আন্তর্জাতিক ক্রিকেটে মর্যাদা দেওয়া হবে। আগামী ১২ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে একই মাসের ১৩ ও ১৫ তারিখ পরের ম্যাচগুলো মাঠে গড়াবে। প্রতিটি ম্যাচই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বিশ্ব একাদশ স্কোয়াড: হাশিম আমলা, তামিম ইকবাল, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, ডেভিড মিলার, গ্রান্ট এলিয়ট, টিম পেইন, থিসারা পেরেরা, ইমরান তাহির, ড্যারেন স্যামি, মরনে মরকেল, স্যামুয়েল বদ্রি। কোচ: অ্যান্ডি ফ্লাওয়ার।

পাকিস্তান স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, উমর আমিন, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, আমের ইয়ামিন, মোহাম্মদ আমির, রুম্মান রইস, উসমান খান, সোহেল খান।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ২৬ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।