শনিবার (২৬ আগস্ট) শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটি জানান লাল-সবুজের দলপতি মুশফিক।
মুশফিক জানান, ‘উপমহাদেশে স্পিনাররা অনেক বড় একটা ভূমিকা রাখে।
অজিদের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই সব প্রস্তুতি শেষ করেছে টাইগাররা। রোববার (২৭ আগস্ট) সকাল ১০টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া মধ্যকার প্রথম টেস্ট। সিরিজে প্রতিপক্ষ দলের কে হুমকি হয়ে উঠতে পারেন সেটি নিয়ে ইতোমধ্যেই হয়েছে ভুরিভুরি বিশ্লেষণ। সেই বিশ্লেষণের প্রাপ্ত ফলাফল থেকেই হয়তো মুশফিক লায়নকে নিয়ে এমন মন্তব্য করেছেন।
একই প্রশ্নে স্মিথের মুখে উঠে এসেছে সাকিব ও মোস্তাফিজের নাম। স্মিথ অবশ্য মুশফিকের মতো অতটা খোলাশা করে বলেননি। অবশ্য বলার দরকারও নেই। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের কীর্তি সবারই জানা। আর মোস্তাফিজ তো কাটার স্পেশালিস্ট নামেই প্রতিপক্ষের জন্য সবসময়ই মূর্তমান এক ত্রাস।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ২৬ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি