ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

‘ধর্ষক’ রাম রহিমের ভক্ত কোহলি-ধাওয়ানরা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
‘ধর্ষক’ রাম রহিমের ভক্ত কোহলি-ধাওয়ানরা (ভিডিও) ‘ধর্ষক’ রাম রহিমের ভক্ত কোহলি

ভারতের স্বঘোষিত ‘ধর্মগুরু’ গুরমিত রাম রহিম সিংয়ের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ মিলেছে। ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করায় হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশসহ পুরো উত্তর-পূর্ব ভারত উত্তাল ছিল শুক্রবার (২৫ আগস্ট)। শনিবার উত্তাল ভারতীয় ক্রিকেট মহল।

দেশটির বিভিন্ন গণমাধ্যমে তারকা ক্রিকেটারদের এই ধর্ষকের সঙ্গে যোগাযোগ ছিল এবং আছে বলে প্রকাশ করা হচ্ছে। রাম রহিমের ভক্তদের তাণ্ডবে এবং নিরাপত্তা বাহিনীর সংঘাতে এখন পর্যন্ত ৩১ জনের প্রাণহানি ও দুই শতাধিক লোকের আহত হওয়ার খবর মিলেছে সেখানে।

ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাত বছরের জন্য জেলে যেতে হবে ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংকে। ভারতীয় গণমাধ্যমে জানানো হয়, এই ‘ধর্ষক গুরু’র কাছে ট্রেনিং নিয়ে না কি ক্রিকেট বিশ্ব মাতাচ্ছেন বিরাট কোহলি। কিছুদিন আগে এক অনুষ্ঠানে এমটাই দাবী করেছিল রাম রহিমও। জানা যায়, দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলার সময় সতীর্থি আশিস নেহেরা ও বিজয় দাহিয়ার সঙ্গে ডেরা সাচা সৌদা প্রধানের আশির্বাদ নিতে গিয়েছিলেন কোহলি। রাম রহিমের সঙ্গে বর্তমান ভারত অধিনায়কের ছবিও প্রকাশ পাচ্ছে। ‘ধর্ষক’ রাম রহিমের ভক্ত কোহলিকদিন আগে এক সাক্ষাৎকারে রাম রহিম বলেন, ‘কোহলি যখন বড় রান পাচ্ছিল না, তখন একবার আমার কাছে আসে। আমি তাকে নিয়মিত অনুশীলন ও অবিরাম শেখার পরামর্শ দেই। ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর কোহলি আমাকে ধন্যবাদ জানিয়েছিল। শুধু কোহলি না, আশিস নেহেরা, শিখর ধাওয়ানরা এসেছিল। জীবনে আমি প্রচুর সাফল্য পেয়েছি। জাতীয় স্তরে আমি ৩২ রকমের খেলায় অংশ নিয়েছি। পরে কোচিংও করিয়েছি। প্রচুর তরুণ আমার কাছে আসত। যেমন বক্সার বিজেন্দ্রর সিং, যে দেশকে অনেক পদক দিয়েছে। বিজেন্দ্রর ও কোহলি আমার কাছে নিয়মিত শিখতে আসত। এখন কোহলি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। ’

ভারতীয় নাগরিকদের সবচেয়ে বড় আস্থার জায়গা কেন্দ্রীয় তদন্ত অধিদফতরের (সিবিআই) বিশেষ আদালতের দৃষ্টিতে, ‘রাম রহিম একজন ধর্ষক’, যে জন্য তার বিরুদ্ধে সোমবার (২৮ আগস্ট) সাজা ঘোষণা করা হবে। দাবি করা হয়, উত্তর-পূর্ব ভারতে মূল প্রভাব থাকলেও রাম রহিমের বিশ্বজুড়ে ছয় কোটি ভক্ত আছে। যদিও তার বিরুদ্ধে শিখদের অভিযোগ, রাম রহিম তাদের ধর্মবিশ্বাসকে বিদ্রুপ করে চলেছেন।

ভিডিও:

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ২৬ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।