প্রথম টেস্টের সেরা একাদশ নিয়ে চন্দিকা হাথুরুসিংহের এমন টুইটের জবাবে অধিনায়ক মুশফিকুর রহিম জানিয়েছেন, ‘যেন প্রথম টেস্ট শেষে খুশিতে ঘুমাতে না পারেন প্রধান কোচ। ’
এ বছরের মার্চে কলম্বোয় বাংলাদেশের শেষ টেস্টের আগ পর্যন্ত তিন নম্বরে বাংলাদেশ দলের ম্যানেজমেন্টের অটোমেটিক পছন্দ ছিলেন মুমিনুল হক।
বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে ঝড় উঠার পর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের হস্তক্ষেপে মুমিনুল ফেরেন মোসাদ্দেকের জায়গায়। এদিকে মুমিনুলের চিরাচরিত জায়গা তিন নম্বরে ইমরুল কায়েসেকে খেলানোর বিষয়ে ইতোমধ্যেই সংকেত দিয়েছেন হাথুরুসিংহে। ইমরুলও সেই অনুযায়ী এতদিন প্রস্তুতি নিয়েছেন।
তবে দুই সতীর্থের স্থান বদল কিংবা ম্যাচ খেলা নিয়ে শনিবার (২৬ আগস্ট) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কোনো মন্তব্য করেননি মুশফিক। বরং সেরা একাদশ নিয়ে কোচের নির্ঘুম রাত কাটছে সেই বিষয়টি মুশফিককে জানালে তিনি মন্তব্য করলেন, ‘প্রথমত আমি মিডিয়া খুব কম ফলো করি। আর ভোর চারটায় তো অসম্ভব (ভোরে করা কোচের টুইট)। তবে এটা হতে পারে। এটা হয়েও থাকে খুব খারাপ কিছু নয়…আপনার যদি ১৪ জন সেরা খেলোয়াড় থাকে তাহলে সেখান থেকে ১১ জন নিয়ে দল গঠন করা কঠিন। একজন কোচের জন্য এমন একটা সমস্যা থাকাটাও খারাপ কিছু না। ’
হোক মুমিনুল কিংবা ইমরুল ১১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই টেস্টে নির্বাচকমন্ডলী এবং হেড কোচ যাকে নামাবেন নিশ্চয়ই বুঝেই নামাবেন। কেননা ম্যাচ শেষে ফলাফলই যেখানে শেষ কথা।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ২৬ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি