চতুর্থ উইকেটে ২৪৬ রানের জুটি গড়েন ওপেনার ব্রাথওয়েট ও হোপ। ১৩৪ রানে থামেন ব্রাথওয়েট।
প্রথম দিনে বেন স্টোকসের (১০০) সেঞ্চুরি ও জো রুটের (৫৯) অর্ধশতক সত্ত্বেও রোচ-গ্যাব্রিয়েলের পেস তোপে ২৫৮ রানে গুটিয়ে যায় ইংলিশরা। চারটি করে উইকেট দখল করেন কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল।
সিরিজ লড়াইয়ে উইন্ডিজের হার এড়ানোর বিকল্প নেয়। সেই লক্ষ্যে সফরকারীদের শুরুটা হয়েছে দুর্দান্ত। এজবাস্টনে অনুষ্ঠিত ডে-নাইট টেস্টে ইনিংস ব্যবধানের জয়ে ১-০ তে লিড নেয় স্বাগতিকরা। লর্ডসে তৃতীয় টেস্ট শুরু ৭ সেপ্টেম্বর থেকে।
বাংলাদেশ সময়: ০৩৩২ ঘণ্টা, ২৭ আগস্ট, ২০১৭
এমআরএম