রোববার (২৬ আগস্ট) সকাল আটটায় নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে মুড়ি দিয়ে মাঠে প্রবেশ করে মুশফিকুর রহিম ও স্টিভেন স্মিথের দল। মাঠে প্রবেশের পরপরই শুরু হয়ে যায় দু’দলের রানিং ও গা গরমের অন্যান্য সকল কসরত।
গা গরম শেষে সেন্টার উইকেটের পাশেই বোলিং অনুশীলন করেছে দু’দলের স্পিনাররা। অজি স্পিনার অ্যাস্টন অ্যাগার স্পিন অনুশীলন করেছেন আট নম্বর উইকেটে এবং টাইগার স্পিনার তাইজুল ইসলাম সেরেছেন এক নম্বরে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাঠে চলছে অজিদের ক্যাচ ও ফিল্ডিং অনুশীলন। তার মাঝে ম্যাচের উইকেট থেকে দেয়া হচ্ছে পিট রিপোর্ট।
বলে রাখা ভালো টাইগার ও অজিদের মধ্যকার টেস্ট সিরিজটি গড়াচ্ছে শেরে বাংলার চার নম্বর উইকেটে। পিচের চেহারাই বলে দিচ্ছে কতটা স্পিন বান্ধব হয়ে উঠবে শেরে বাংলার এই উইকেট। একেবারে সাদাটে। কোন ঘাস নেই।
এদিকে গত রাতে তুমুল বৃষ্টি হলেও নির্ধারিত সময়ে ম্যাচ গড়ানো নিয়ে কোন শঙ্কা নেই। সকালেই মাঠ শুকানো হয়েছে। তাই আউটফিন্ডে কোন স্যাতস্যাতে ভাব নেই। ম্যাচের জন্য পুরোপুরিই প্রস্তুত।
বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৭
এইচএল/এমএমএস