ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

সেরা একাদশে নেই মুমিনুল, তাসকিন ও লিটন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
সেরা একাদশে নেই মুমিনুল, তাসকিন ও লিটন সেরা একাদশে নেই মুমিনুল-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর টেস্টে স্বাগতিক বাংলাদেশের সেরা একাদশ থেকে বাদ পড়েছেন টপ অর্ডারের ব্যাটসম্যান মুমিনুল হক, পেসার তাসকিন আহমেদ ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস।

দলের সেরা একাদশে আছেন, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

অস্ট্রেলিয়ার একাদশ: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু রেনশ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

রোববার (২৭ আগস্ট) সকাল মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট ক্রিকেট স্টেডিয়মে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।