ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

হাইস্কোরিং ম্যাচে মাহমুদউল্লাহদের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
হাইস্কোরিং ম্যাচে মাহমুদউল্লাহদের হার ত্রিনবাগোর হয়ে ৯১ করেন ব্র্যান্ডন ম্যাককালাম-ছবি:সংগৃহীত

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের দ্বিতীয় ম্যাচে হার দেখলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ত্রিনবাগে নাইট রাইডার্সের বিপক্ষে হাইস্কোরিং ম্যাচে ৩৬ রানে হেরেছে জ্যামাইকা তালাওয়াশ।

ত্রিনবাগো প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ২০৮ রান করে। সর্বোচ্চ ৬২ বলে ৯১ করেন ব্র্যান্ডন ম্যাককালাম।

জবাবে টসে জেতা জ্যামাইকা সাত উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করতে পারে। কুমার সাঙ্গাকারা করেন সর্বোচ্চ ৫৩ রান। মাহমুদউল্লাহ ১১ বলে ছয় রান করে আউট হন।  

এ হারের পরে পয়েন্ট টেবিলের তিনে রইলো জ্যামাইকা। আর নয় ম্যাচে আট জয়ে শীর্ষেই আছে ত্রিনবাগো।

চলমান বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে টাইগারদের দলে সুযোগ না পেয়ে সিপিএলে খেলতে যান মাহমুদউল্লাহ। এ নিয়ে খেলেছেন দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে অবশ্য তার দল জয় পায়।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ২৭ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।