ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কামিন্স তোপে প্রথম সেশনে এগিয়ে অস্ট্রেলিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
কামিন্স তোপে প্রথম সেশনে এগিয়ে অস্ট্রেলিয়া ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অজি পেসার প্যাট কামিন্সের পেস তোপে ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসের দিনের প্রথম সেশনটি স্বাগতিক বাংলাদেশের চেয়ে এগিয়ে থেকেই শেষ করলো সফরকারী অস্ট্রেলিয়া। এই সেশনে ২৮ ওভার বল করে তুলে নিয়েছে টাইগারদের টপ অর্ডারের তিনটি উইকেট। লাঞ্চ বিরতি পর্যন্ত মুশফিক ও তার দলের দলীয় সংগ্রহ ৩ উইকেটে ৯৬ রান।

প্রথম সেশন শেষে ৩৩ রানে অপরাজিত আছেন ওপেনার তামিম ইকবাল। আর সাকিব আছেন ৪৮ রানে।

মূলত এই দুই টাইগার ব্যাটসম্যানই প্যাট কামিন্স তোপে নাকাল বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছে।   

এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো করতে পারেনি স্বাগতিক দলের তিন টপ অর্ডারের ব্যাটসম্যান; সৌম্য সরকার, ইমরুল কায়েস ও সাব্বির রহমান।

দিনের দ্বিতীয় ওভারে অজি পেসার প্যাট কামিন্সের পঞ্চম বলটি স্কয়ার কাট করতে গিয়ে ব্যক্তিগত ৮ রানে ক্যাচ তুলে দেন পিটার হ্যান্ডসকম্বের হাতে। সৌম্য ফেরার ঠিক দুই ওভার পরে আবার টাইগার শিবিরে আঘাত হানেন কামিন্স। আর তাতেই রানের খাতা না খুলে উইকেটরক্ষক ম্যাথিউ ওয়েডের গ্লাভসবন্দি হয়ে ফিরে যান ইমরুল।  

এর ঠিক পরের বলে তৃতীয়বারের মতো তোপ চালিয়ে টাইগারদের তৃতীয় ব্যাটসম্যান সাব্বির রহমানকেও ম্যাথিউ ওয়েডের হাতে তুলে দিয়ে শূন্য হাতে প্যাভিলনের পথ দেখিয়ে হ্যাটট্রিকের মুখোমুখি দাঁড়িয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার প্রত্যাশায় জল ঢেলে দেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পরের বলটি দারুণ সন্তর্পনে মোকাবেলা করে শক্তভাবে দলের হাল ধরার ইঙ্গিত দেন এই বাঁহাতি টাইগার অলরাউন্ডার।  

এরপরের গল্পটি অবশ্য শুধুই সাকিব-তামিমের। দারণ টেস্ট মেজাজে অজিদের চার বোলারকে মোকাবেলা করে দলকে ৯৬ রান এনে দিয়ে যান লাঞ্চ বিরতিতে।
 
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।