ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপর্যয় সামলে সাকিবের অর্ধশতক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
বিপর্যয় সামলে সাকিবের অর্ধশতক সাকিবের ২২তম টেস্ট হাফসেঞ্চুরি-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি দিয়ে ক্যারিয়ারের ৫০তম টেস্টে পা দিয়েছেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর মাইলফলকের ম্যাচটিতে দলের বির্পয় সামলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ২২তম অর্ধশতক।

ইনিংসের শুরুতে অজি পেসার কামিন্স তাণ্ডবে দল পড়েছিলো বিপর্যয়ের মুখে সেখান থেকে বেশ দাপুটে মেজাজেই অর্ধশতক তুলে নেন বাঁহাতি এই ব্যাটসমান। সাদা পোশাকের খেলা হলেও ৬৫ বল খেলে ৭টি চারের মারে দেখা পেয়েছেন ক্যারিয়ারের ২২তম টেস্ট হাফসেঞ্চুরির।

এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ যখন দলীয় ১০ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল তখনই পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আসেন সাকিব। দারুণ খেলে ৪৮ রানের ইনিংসে দলকে ৯৬ রানের সংগ্রহ এনে দিয়ে যান লাঞ্চ বিরতিতে।

এরপর বিরতি থেকে ফিরেই অ্যাস্টন অ্যাগারের বলটি থার্ড ম্যান অঞ্চলে ঠেলে দিয়ে তুলে নেন ২২তম হাফ সেঞ্চুরি।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।