ইনিংসের শুরুতে অজি পেসার কামিন্স তাণ্ডবে দল পড়েছিলো বিপর্যয়ের মুখে সেখান থেকে বেশ দাপুটে মেজাজেই অর্ধশতক তুলে নেন বাঁহাতি এই ব্যাটসমান। সাদা পোশাকের খেলা হলেও ৬৫ বল খেলে ৭টি চারের মারে দেখা পেয়েছেন ক্যারিয়ারের ২২তম টেস্ট হাফসেঞ্চুরির।
এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ যখন দলীয় ১০ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল তখনই পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আসেন সাকিব। দারুণ খেলে ৪৮ রানের ইনিংসে দলকে ৯৬ রানের সংগ্রহ এনে দিয়ে যান লাঞ্চ বিরতিতে।
এরপর বিরতি থেকে ফিরেই অ্যাস্টন অ্যাগারের বলটি থার্ড ম্যান অঞ্চলে ঠেলে দিয়ে তুলে নেন ২২তম হাফ সেঞ্চুরি।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৭
এইচএল/এমএমএস