ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হাফসেঞ্চুরিতে তামিমের আগে কেবল বাশার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
হাফসেঞ্চুরিতে তামিমের আগে কেবল বাশার হাফসেঞ্চুরিতে তামিমের আগে কেবল বাশার-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর টেস্টে ক্যারিয়ারের ৫০তম মাইলফলক ম্যাচে খেলতে নেমেছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। আর মাইলফলককে আরও দুর্দান্ত করতে হাফসেঞ্চুরি তুলে নেন তারকা এ ব্যাটসম্যান।

এদিন ক্যারিয়ারের ২৩তম হাফসেঞ্চুরি তুলে নেন বাঁহাতি তামিম। দুটি চার ও তিনটি বিশাল ছক্কায় ১১৯ বলে ৫০ রান করে নিজের ইনিংস সাজান।

তামিমের আগে ২৪টি হাফসেঞ্চুরি নিয়ে এখন পর্যন্ত রেকর্ডের মালিক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

এ ম্যাচের আগে তামিম ৪৯ টেস্ট খেলে আটটি সেঞ্চুরিতে প্রায় ৪০ গড়ে করেছেন ৩ হাজার ৬৭৭ রান। যেখানে অজিদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে নেমেই এ ম্যাচে পেয়ে যান হাফসেঞ্চুরি।

এর আগে ওপেনিংয়ে নামা তামিম দলীয় ১০ রানেই বাংলাদেশের তিন উইকেটের পতন দেখেন। তবে দারুণ ধৈর্য দেখিয়ে অজি বোলারদের সামলান। পাঁচ নম্বরে নামা সাকিব আল হাসানের সঙ্গে শত রানের জুটি গড়েন।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ২৭ আগস্ট, ২০১৭
এমএমএস/এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।