রোববার (২৭ আগস্ট) সকাল ১১ টায় বেনাপোল চেকপোস্টে পাসপোর্টের কাজ শেষে দেশে ফেরেন ভারতীয় প্রতিবন্ধী ক্রিকেট দল।
এরআগে গত মঙ্গলবার (২২ আগস্ট) দলটি বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (প্রতিবন্ধি) ক্রিকেট দলের সঙ্গে ফ্রেন্ডশিপ ম্যাচ খেলতে বাংলাদেশে আসে।
শুক্রবার (২৫ আগস্ট) ঢাকা মিরপুর ইনডোর স্টেডিয়ামে সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে সিরিজ ১-১ এ সমতায় ফেরে বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল।
পরদিন শনিবার (২৬ আগস্ট) শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে দুই উইকেটে পরাজিত করে শিরোপা জয়ের উল্লাস করে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দলের খেলোয়াড়রা।
ভারতীয় দলের অধিনায়ক হরিশ কুমার জানান, বাংলাদেশের আতিথেয়তা, শিক্ষা, সংস্কৃতি, আধুনিকতা সবকিছু মুগ্ধ করার মতো। কখনো মনে হয়নি অন্য দেশে আছি।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের উপ পরিদর্শক (এসআই) পলাশ ভারতীয় দলের দেশে ফেরার বিষয়টি বাংলানিউজকে জানান।
বালাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
ওএইচ/