ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

চালকের আসনে আমরাই: সাকিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
চালকের আসনে আমরাই: সাকিব ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: সাকিবময় একটি দিন দেখলো বাংলাদেশের ক্রিকেট। প্যাট কামিন্স তোপে দলীয় ১০ রানেই ৩ উইকেট হারিয়ে টাইগার শিবির যখন থরথর তখন চতুর্থ উইকেটে ১৫৫ রানের জুটিতে দলকে প্রথম ইনিংসে ২৬০ রানের সংগ্রহ এনে দেন দুই টাইগার ব্যাটসম্যান তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

তবে ওই পরিস্থিতিতে কাজটি সহজ ছিল না বলে জানালেন, ব্যাট হাতে অজিদের বিপক্ষে এদিন ৮৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।  
   
** ম্যাচ পাঁচ দিন যাবে না, মনে করেন সাকিব
অজিদের ব্যাটিং কান্ডারি এখনও মাঠে


রোববার (২৭ আগস্ট) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সাকিব জানান, ‘অনেকটা চ্যালেঞ্জিং ছিল। কিন্তু আমরা দুজন অবস্থাটি খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি। আমাদের জুটিটা ম্যাচের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। সেদিক দিয়ে অনেক খুশি। ’ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমসিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসে টাইগারদের করা ২৬০ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। দলীয় ১৮ রান তুলতেই হারাতে হয়েছে তিন টপ অর্ডারকে। দিন শেষে তারা পিছিয়ে ২৪২ রানে। তাই দলের অবস্থান নিয়ে যথেষ্টই তৃপ্ত এই বাঁহাতি টাইগার স্পিনার, ‘যেহেতু এখন আমরা অনেক ভালো অবস্থানে আছি, আমি বলবো চালকের আসনে আমরাই। ’

তবে নিজেদের প্রথম দিনের পারফরম্যান্সেই তৃপ্ত হয়ে তুষ্ট থাকতে চাইছেন না বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। দ্বিতীয় দিনটি তার সামনে আরও চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে, ‘কালকে একটা নতুন দিন এবং আরও সাতটি উইকেট নিতে হবে। সেটা আমাদের মাথায় আছে এবং ওদেরও কিছু ভালো ব্যাটসম্যান আছে। যারা ভালো ব্যাটিং করতে পারে। তাই আমাদের ফোকাসটি রাখতে হবে যাতে করে কালকের দিনটি ভালো করতে পারি। ’

** বিপর্যয় সামলে সাকিবের অর্ধশতক
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।