ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ পাঁচ দিন যাবে না, মনে করেন সাকিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
ম্যাচ পাঁচ দিন যাবে না, মনে করেন সাকিব ম্যাচে সতীর্থদের সঙ্গে উচ্ছ্বসিত সাকিব। ছবি: শোয়েব মিথুন

ঢাকা: ঢাকা টেস্টের প্রথম দিনের শুরুতে শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট পেস-বান্ধব মনে হলেও দিন যত গড়িয়েছে ততই হয়ে উঠেছে স্পিন-বান্ধব। প্রথম দিন দু’দলের প্রথম ইনিংসে মোট ১৩টি উইকেটের পতন হয়েছে, যার মধ্যে ১০টিই স্পিনারদের দখলে। দিন শেষে উইকেটের আচরণ দেখে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান বলছেন,  ম্যাচটি শেষ পর্যন্ত পাঁচ দিন গড়াবে কি না তা নিয়ে তিনি সন্দিহান।

বলছেন, ‘এখন পর্যন্ত যা হলো, তাতে মনে হয় না, ম্যাচ পাঁচ দিন যাওয়ার সম্ভাবনা আছে। তবে দ্বিতীয় দিন উইকেটের আচরণ ভাল হতে পারে।

প্রতিটি দিনই আসলে নতুন। দিনের শুরুতে হয়তো কিছুটা প্রেডিক্ট (আভাস দেওয়া) করা যেতে পারে। কিন্তু এখন কিছু বলে দেওয়া মুশকিল। ’
 
প্রথম টেস্টের প্রথম দিন শেষে রোববার (২৭ আগস্ট) সংবাদ সম্মেলনে কথা বলছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তার কথার ফাঁকে জানতে চাওয়া হয়, অজিদের ব্যাটিং ইনিংসে প্রাথমিক ধাক্কাটা দিলেও এখনও অপরাজিত থাকা তাদের অধিনায়ক স্টিভেন স্মিথকে নিয়ে কী ভাবছে বাংলাদেশ দল? 

উত্তরে সাকিব বললেন, ‘স্মিথই এখন সবচেয়ে বড় হুমকি। তিনি বিশ্বের শীর্ষ ব্যাটসম্যান। তার রেকর্ডই কথা বলে। সর্বশেষ তিনি যখন ভারতের হয়ে খেলেছেন, কয়েকটা সেঞ্চুরি করেছেন, তার মতো বিশ্বমানের মতো ব্যাটসম্যানকে বোলিং করা বিরাট চ্যালেঞ্জ। তিনি হলেন এখন পর্যন্ত আমাদের বড় হুমকি। ’

সাকিবদের এই স্মিথ-চিন্তার যৌক্তিকতা হলো অজি অধিনায়কের সাম্প্রতিক ফর্ম। গত মার্চে ভারত সফরে সব শেষ খেলা টেস্ট সিরিজে দু’টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন স্মিথ। কিন্তু বাংলাদেশ দল যে তাকে সেই অতীত পুনরাবৃত্তি করতে দেবে না, তা বোঝা গেল সাকিবেরই বক্তব্যে।
 
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এইচএল/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।