ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

রেনশ-হ্যান্ডসকম্ব জুটি ভাঙলেন তাইজুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
রেনশ-হ্যান্ডসকম্ব জুটি ভাঙলেন তাইজুল ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দ্বিতীয় দিনের শুরুতেই অধিনায়ক স্টিভেন স্মিথ আউট হলেও বাধা হয়ে দাঁড়ান ওপেনার ম্যাট রেনশ ও পিটার হ্যান্ডসকম্ব। দু’জনের ৬৯ রানের জুটি ভেঙে বাংলাদেশকে স্বস্তির ব্রেকথ্রু এনে দিয়েছেন তাইজুল। এলবিডব্লু হয়ে সাজঘরে ফিরেছেন হ্যান্ডসকম্ব (৩৩)।

এ প্রতিবেদন খেলা পর্যন্ত প্রথম ইনিংসে অজিদের সংগ্রহ ৩৩ ওভার শেষে ৫ উইকেটে ১০৩। রেনশ ২৪ ও গ্লেন ম্যাক্সওয়েল ১ রানে ব্যাট করছেন।

দলীয় ৩৩ রানের মাথায় মেহেদি হাসান মিরাজকে ডাউন দ্য উইকেটে খেলতে এসে বলের লাইন মিস করে বোল্ড হন স্মিথ (৮)। এরপর সাবধানী ব্যাটিংয়ে জুটি গড়ে দলের হাল ধরেন রেনশ ও হ্যান্ডসকম্ব।

এর আগে প্রথম দিনের শেষ বিকেলে সাকিব-মিরাজের দুর্দান্ত বোলিংয়ে ৯ ওভার ব্যাটিং করে ১৮ রানেই ৩ উইকেট হারায় সফরকারী। ২৪২ রানে এগিয়ে থেকে দিনের খেলা শেষ করে মুশফিকবাহিনী। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৬০ রান করে টাইগাররা।  

অজিদের ইনিংসের শুরুতেই ওপেনার ডেভিড ওয়ার্নারকে (৮) এলবিডব্লুর ফাঁদে ফেলেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। উসমান খাজা মাত্র ১ রানেই রানআউটের শিকার হন। আর নাইটওয়াচম্যান হিসেবে নামা নাথান লায়ন সাকিব আল হাসানের বলে এলবিডব্লু হয়ে শূন্য রানেই বিদায় নেন। আরেক ওপেনার ম্যাট রেনশ ও অধিনায়ক স্টিভেন স্মিথ অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

এর আগে ১০ রানে তিন উইকেট হারানোর ধাক্কা সামলে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দেড়শ (১৫৫) রানের জুটি বাংলাদেশকে প্রথম ইনিংসে বড় স্বপ্ন দেখাচ্ছিল। তবে দু’জনই সেঞ্চুরি বঞ্চিত হন। তামিম ১৪৪ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৭১ করে গ্লেন ম্যাক্সওয়েলের বলে বিদায় নেন। ৮৪ রান করে নাথান লায়নের শিকার হন সাকিব। তিনি ১৩৩ বলে ১১টি চারে ইনিংসটি সাজান।

নাসির হোসেন (২৩), মুশফিকুর রহিম (১৮) ও মিরাজ (১৮) কিছুটা অবদান রাখলেও বাকিরা হতাশ করেন। ফলে প্রথম ইনিংসে তিন’শ রানও করা সম্ভব হয়নি। অজি বোলারদের মধ্যে স্পিনার নাথান লায়ন, অ্যাস্টন অ্যাগার ও পেসার প্যাট কামিন্স তিনটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ২৮ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।