গ্লেন ম্যাক্সওয়েল ৮ ও ম্যাথু ওয়েড ৫ রানে অপরাজিত আছেন। সবশেষ ৩৬তম ওভারে পথের কাঁটা ওপেনার ম্যাট রেনশকে (৪৫) স্লিপে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে অজিদের ষষ্ঠ উইকেটের পতন ঘটান সাকিব আল হাসান।
তাইজুল ইসলামের করা আগের ওভারেই যে সহজ ক্যাচ মিস করে ফেলেছিলেন। সাকিবের বলেও প্রথম চান্সে পারেননি। বল উপরে ওঠাতেই মেলে রক্ষা। দ্বিতীয় প্রচেষ্টায় সহজেই তালুবন্দি করেন।
সোমবার (২৮ আগস্ট) ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই স্টিভেন স্মিথের (৮) উইকেট দিয়ে মূল্যবান ব্রেকথ্রু এনে দেন মেহেদি হাসান মিরাজ। দলীয় ৩৩ রানের মাথায় ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হন অজি অধিনায়ক। এরপর সাবধানী ব্যাটিংয়ে জুটি (৬৯) গড়ে দলের হাল ধরেন রেনশ ও পিটার হ্যান্ডসকম্ব। হ্যান্ডসকম্বকে (৩৩) এলবিডব্লুর ফাঁদে ফেলে স্বস্তি ফেরান তাইজুল।
এর আগে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের শেষ বিকেলে সাকিব-মিরাজের দুর্দান্ত বোলিংয়ে ৯ ওভার ব্যাটিং করে ১৮ রানেই ৩ উইকেট হারায় সফরকারী। ২৪২ রানে এগিয়ে থেকে দিনের খেলা শেষ করে মুশফিকবাহিনী। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৬০ রান করে টাইগাররা।
অজিদের ইনিংসের শুরুতেই ওপেনার ডেভিড ওয়ার্নারকে (৮) এলবিডব্লুর ফাঁদে ফেলেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। উসমান খাজা মাত্র ১ রানেই রানআউটের শিকার হন। আর নাইটওয়াচম্যান হিসেবে নামা নাথান লায়ন সাকিব আল হাসানের বলে এলবিডব্লু হয়ে শূন্য রানেই বিদায় নেন। আরেক ওপেনার ম্যাট রেনশ ও অধিনায়ক স্টিভেন স্মিথ অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
এর আগে ১০ রানে তিন উইকেট হারানোর ধাক্কা সামলে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দেড়শ (১৫৫) রানের জুটি বাংলাদেশকে প্রথম ইনিংসে বড় স্বপ্ন দেখাচ্ছিল। তবে দু’জনই সেঞ্চুরি বঞ্চিত হন। তামিম ১৪৪ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৭১ করে গ্লেন ম্যাক্সওয়েলের বলে বিদায় নেন। ৮৪ রান করে নাথান লায়নের শিকার হন সাকিব। তিনি ১৩৩ বলে ১১টি চারে ইনিংসটি সাজান।
নাসির হোসেন (২৩), মুশফিকুর রহিম (১৮) ও মিরাজ (১৮) কিছুটা অবদান রাখলেও বাকিরা হতাশ করেন। ফলে প্রথম ইনিংসে তিন’শ রানও করা সম্ভব হয়নি। অজি বোলারদের মধ্যে স্পিনার নাথান লায়ন, অ্যাস্টন অ্যাগার ও পেসার প্যাট কামিন্স তিনটি করে উইকেট নেন।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ২৮ আগস্ট, ২০১৭
এমআরএম