ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিশ্চিতভাবেই দ্বিতীয় টেস্টে নেই মোসাদ্দেক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
নিশ্চিতভাবেই দ্বিতীয় টেস্টে নেই মোসাদ্দেক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ইংল্যান্ড সফরের জন্য ১৬ সদস্যের হাই পারফরম্যান্স দল (এইচপি) ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাই পারফরম্যান্স দলে জায়গা পেয়েছেন চোখের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে শেষ মুহূর্তে বাদ পড়া মোসাদ্দেক হোসেন সৈকত।

দলের অধিনায়ক করা হয়েছে দেশের হয়ে একটি টেস্ট খেলা নাজমুল হোসেন শান্তকে। তানভীর হায়দারকে সহ-অধিনায়ক করা হয়েছে।

তবে, ইংল্যান্ডে যাওয়া নাও হতে পারে সৈকতের। ঈদের পর তার চোখের পরীক্ষা করানো হবে। রিপোর্ট ভালো হলেই কেবল তিনি ইংল্যান্ডে যাবেন। নয়তো আরও উন্নত চিকিৎসার জন্য উড়াল দিতে হবে ব্যাংককে। এইচপি দলে থাকায় নিশ্চিতভাবেই টাইগারদের দ্বিতীয় টেস্টের দলে ফেরা হচ্ছে না তার।

ইংল্যান্ড সফরে ৫টি কাউন্টি টিমের দ্বিতীয় একাদশের বিপক্ষে মোট ৮টি ওয়ানডে ম্যাচ খেলবে বিসিবি হাইপারফরম্যান্স দল। মোসাদ্দেক-শান্ত ছাড়া এইচপি দলে জায়গা পাওয়া জাতীয় দলে খেলা অন্য পাঁচ ক্রিকেটার হলেন- লেগ স্পিনার জুবায়ের হোসেন, লেগ স্পিন অলরাউন্ডার তানভীর হায়দার, পেস অলরাউন্ডার সাইফ উদ্দিন, বাঁহাতি পেসার আবু হায়দার রনি ও ডানহাতি পেসার শুভাশিস রায়।

৫ সেপ্টেম্বর দলটি ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে। প্রায় ১৫ দিনের সফর শেষে ১৮ সেপ্টেম্বর হাই পারফরম্যান্স দল দেশে ফিরবে।

১৬ সদস্যের এইচপি স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, সাদমান ইসলাম, তানভীর হায়দার (সহ-অধিনায়ক), ইরফান শুকুর, ইয়াসির চৌধুরী, সাইফ উদ্দিন, আল-আমিন, মেহেদী হাসান, জুবায়ের হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন চৌধুরী, ইমরান আলি ইমন, সৈয়দ খালিদ হোসেন, শুভাশিষ রায়।

স্ট্যান্ডবাই: মেহেদী হাসান সিদ্দিক, আজমির আহমেদ, আবুল হাসান রাজু, আবু জায়েদ রাহী, নিহাদ-উজ-জামান।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।