সেই অভিজাত অস্ট্রেলিয়াকে লজ্জাই পেতে হলো। ঢাকা টেস্টে সফরকারী অস্ট্রেলিয়া দলীয় ২১৭ রানেই গুটিয়ে গেছে।
এর আগে ২০০৬ সালে ফতুল্লায় সিরিজের প্রথম টেস্টে হাবিবুল বাশার সুমনদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ২৬৯ রানে অলআউট হয়েছিল রিকি পন্টিংরা। অবশ্য টেস্ট ইতিহাসে মাত্র ৩৬ রানে গুটিয়ে যাবার লজ্জাও আছে অস্ট্রেলিয়ার নামের পাশে।
দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ তে সিরিজ জেতার কথা বলেছিলেন মুশফিক, সাকিব, ইমরুল, তামিম, কোচ হাথুরুসিংহে। সে কথার কোনো মূল্যই যেন ছিল না অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের কাছে। টাইগারদের এমন মন্তব্যে বিস্মিত হয়েছিলেন।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশের অতি আত্মবিশ্বাসী মনোভাব আমাকে বিস্মিত করেছে। যে দলটি মাত্র ১০০ টেস্ট খেলে জিতেছে ৯টি ম্যাচ, তাদের মন্তব্যে আমি বিস্মিত। অবশ্য তারা নিজেদের ব্যক্তিগত মন্তব্য করতেই পারে!
ঢাকা টেস্টে মাঠে নেমে টাইগারদের কাছে অসহায় স্টিভ স্মিথ এবার বুঝলেন, আত্মবিশ্বাসটা টাইগাররা কোথা থেকে পেয়েছে। টেস্ট র্যাংকিংয়ে যাদের এক থেকে চারে আনাগোনা, তাদের কিভাবে মাটিতে নামিয়ে এনেছে নয় নম্বরের দল বাংলাদেশ-সেটি নিশ্চয়ই শুধুমাত্র আত্মবিশ্বাসের জেরে নয়। সাথে ছিল টাইগারদের দুর্দান্ত পারফরমেন্স।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৭
এমআরপি